Monday, November 10, 2025

সংস্কারের পর নবগঠিত ঐতিহাসিক টাউন হল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Date:

সংস্কার পর্ব সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার শহরে নবগঠিত ঐতিহাসিক টাউনহলের উদ্বোধন(Town hall inauguration) করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বুধবার টাউন হল উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, শহরের মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পরিষদ দেবাশীষ কুমার সহ অন্যান্যরা।

উল্লেখ্য, ১৮১৩ সালে এই ঐতিহাসিক ভবন নির্মাণ করা হয়েছিল কলকাতায়। তারপর থেকে বহু ইতিহাসের সাক্ষী থেকেছে এই ঐতিহাসিক ভবন। তবে বছর ছয়েক আগে এই ভবনের ছাদের চাঙড় খসে পড়ায় এই ঐতিহাসিক ভবনের সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পৌরনিগম । কলকাতা পৌরনিগমের তরফ থেকে এই ভবন সংস্কারের দায়িত্ব দেওয়া হয় পূর্ত দফতরকে । সেইমতো বাইরের কাঠামোতে পরিবর্তন না করে এই ভবনটিকে সম্পূর্ণ সংস্কার করা হয়েছে (Town Hall renovated)।

আরও পড়ুন:জুয়া-ঋণ-পারিবারিক অশান্তিতে অবসাদগ্রস্ত ছিলেন বিজেপি নেতা অর্জুন, উঠে আসছে তদন্তে

জানা গিয়েছে, পূর্ত দফতর আইটিআই রুরকির তত্ত্বাবধানে বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ এখানে করেছে। যাতে ভূমিকম্পে এই ঐতিহাসিক ভবনের কোনও ক্ষতি না হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সংস্কারের ক্ষেত্রে মূল ভবনের পূর্ব ও পশ্চিমের দেওয়ালের সঙ্গে একটি নতুন দেওয়াল তোলার পাশাপাশি উত্তর ও দক্ষিণে দেওয়াল ও স্তম্ভগুলিকে সুরক্ষিত করা হয়েছে। একইসঙ্গে নতুন করে সাজানো হয়েছে টাউনহলের সংগ্রহশালা। কলকাতা পৌরনিগমের তরফ থেকে জানা গিয়েছে, নয়া এই সংগ্রহশালা সমৃদ্ধ করতে ঐতিহাসিক নথিগুলিকে ডিজিটাল মাধ্যমে ধরে রাখা হবে এবং এর জন্য সাহায্য নেওয়া হয়েছে খড়গপুর আইআইটির বিশেষজ্ঞদের। নয়া এই সংগ্রহশালায় যেমন রয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের কিছু ঐতিহাসিক নথি, একই ভাবে বাংলার একাধিক আন্দোলনের ঐতিহাসিক নথিও এখানে থাকছে।




Related articles

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...
Exit mobile version