Thursday, November 13, 2025

 একবছরের মধ্যে সন্তান নয়তো ৫ কোটি টাকা ক্ষতিপূরণ! পুত্র-পুত্রবধূর বিরুদ্ধে বেনজির পদক্ষেপ দম্পতির

Date:

হয় এক বছরের মধ্যে নাতি -নাতনির মুখ দ্যাখাতে হবে না হয় তাঁদের পাঁচ কোটি টাকা (5 Crore)ক্ষতিপূরণ(Compensation)দিতে হবে। এই দাবি নিয়ে পুত্র- পুত্রবধূর বিরুদ্ধে মামলা ঠুকলেন মা-বাবা।  উত্তরাখণ্ডের(UttaraKhand) হরিদ্বারের(Haridwar)ওই দম্পতি করেছেন এই মামলা। তাঁদের দাবি,পড়াশোনার জন্য ছেলেকে আমেরিকায় পাঠাতে গিয়ে তাঁদের যাবতীয় সঞ্চয় শেষ হয়ে গেছে। হাতে আর কানাকড়িটি নেই। তাই ছেলে এবং ছেলের বউকে নিতে হবে বাচ্চা। নচেৎ দুজনকে আ়ড়াই কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে তাঁদের।

ওই মামলাকারী এস আর প্রসাদ সংবাদমাধ্যমকেও জানিয়েছেন, তাঁদের আর্থিক দূরাবস্থার কথা। বুধবার সংবাদ সংস্থার কাছে তিনি বলেন,‘‘আমার ছেলের পিছনে সব টাকাপয়সা খরচ হয়ে গিয়েছে। তাঁকে আমেরিকায় ট্রেনিংয়ের জন্য পাঠিয়েছিলাম। তার খরচাপাতি করেছি। এখন হাতে আর কানাকড়িও নেই। এমনকি, বাড়ি তৈরির জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিতে হয়েছে। ব্যক্তিগত এবং আর্থিক ভাবেই খুবই বেহাল দশায় রয়েছি আমরা। সে জন্যই  দু’জনের কাছ থেকে আড়াই কোটি করে চেয়েছি।’’

হরিদ্বারের ওই দম্পতির হয়ে আদালতে মামলা লড়বেন আইনজীবী এ কে শ্রীবাস্তব। তাঁর দাবি, ‘‘এই মামলার মাধ্যমে সমাজের বাস্তব ছবিটা ফুটে উঠেছে।সন্তানদের জন্য নিজেদের যাবতীয় জমা পুঁজি খরচ করে ফেলেন মা-বাবারা। সুতরাং সন্তানদেরও উচিত মা-বাবার আর্থিক দায়ভার বহন করা। ’’জানা গেছে  মানসিকভাবেও ছেলে-বৌমার কাছ থেকে শান্তি পাননি তাঁরা। ২০১৬ সালে ছেলের বিয়ে দিয়েছিলেন এস আর প্রসাদ। কিন্তু বিয়ের পর ছয় বছর পরেও ছেলে নিঃসন্তান। তাই প্রসাদ দম্পতি  দাবি করেছেন,পুত্র এবং পুত্রবধুর আগামী এক বছরের মধ্যে সন্তান হতে হবে নয়তো তাঁদের হাতে দুজনকে পাঁচ কোটি  টাকার ক্ষতিপূরণ তুলে দিতে হবে তাঁদের হাতে।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version