Thursday, November 13, 2025

বেতনের উর্ধ্বসীমায় বিশেষ মাসিক ভাতা WBCS আধিকারিকদের: ঘোষণা মমতার

Date:

রাজ্যে ডব্লিউবিসিএস আধিকারিকদের(WBCS Officers) জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৃহস্পতিবার কলকাতা টাউন হলে(Town hall) ডব্লিউবিসিএস আধিকারিকদের বার্ষিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ডব্লিউবিসিএস আধিকারিকরা বেতনের উর্ধ্বসীমা পৌঁছানোর পর প্রতিমাসে একটি বিশেষ ভাতা পাবেন। শুধু তাই নয়, আধিকারিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজ্য সরকারের তরফে বিশেষ ব্যবস্থা করা হবে বলেও এ দিন জানান মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার টাউনহলে আধিকারিকের বার্ষিক সম্মেলনে উপস্থিত হয় মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন, “বেতনের উর্ধ্বসীমায় পৌঁছানোর পর প্রতিমাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন ডব্লিউবিসিএস আধিকারিকরা। ” এর পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যের ডব্লিউবিসিএস অফিসারদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতিতে অফিসাররা ভালো কাজ করেছেন। কোভিডে আমরা ৪ জন আমলাকে হারিয়েছি। সরকার তাঁদের পরিবারের পাশে রয়েছে। এছাড়াও এদিন আইএএস, আইপিএস এবং ডব্লিউবিসিএস অফিসারদের সকল ভাতা সমান করার কথাও ঘোষণা করেছেন মমতা। তিনি জানান, ‘এতে রাজ্য ও কেন্দ্রের আমলাদের বেতনের ফারাক কিছুটা কমবে।’

আরও পড়ুন:রাজ্যের প্রাপ্য টাকায় থাবা বসাচ্ছে কেন্দ্র: মোদিকে ফের নিশানা মমতার

এর পাশাপাশি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আমলারাই হলেন রাজ্য সরকারের আসল মুখ। ভালো কাজের জন্য রাজ্য সরকার ডব্লুবিসিএস আধিকারিকদের পুরস্কৃত করছে। পূর্ব মেদিনীপুর, বীরভূম ও পুরুলিয়ার জেলাশাসক ভালো কাজ করেছেন। ডব্লুবিসিএস অফিসার পদের সংখ্যা বাড়ানো হচ্ছে। দ্রুত পদোন্নতির সুযোগ করে দেওয়া হয়েছে। ডেপুটি সেক্রেটারি হতে আগে ১৬ বছর লাগত এখন ৮ বছর লাগে। যুগ্মসচিব ও অতিরিক্ত সচিবের পদ অনেক বাড়ানো হয়েছে।” এছাড়াও আইএএস- ডব্লিউবিসিএসের মধ্যে ভেদাভেদ থাকা কাম্য নয় বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আগামী দিনে রাজ্যের জেলার সংখ্যা আরো বাড়তে পারে বলেও বার্তা দেন তিনি। সে ক্ষেত্রে রাজ্যে আইএএস অফিসারের সংখ্যা তুলনামূলক কম রয়েছে বলে এদিন উষ্মা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।




Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version