Sunday, August 24, 2025

ডি, সুধীর প্রোডাকশনের নির্মিত হিন্দি ছায়াছবি রাজনন্দিনী মুক্তি পেল কলকাতার নজরুলতীর্থ সহ রাজ্যের ৩০টি প্রেক্ষাগৃহে l তন্ময় রায় পরিচালিত এবং সুধীর দত্ত- এর সংগীত পরিচালনায় ও প্রযোজনায় প্রকাশিত হয়েছে রাজ নন্দিনী। ছবিতে রহস্যধর্মী, রোমান্টিক ও সঙ্গীতময় বিনোদনমূলক এক ছায়াছবিl অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া, দেবলীনা দত্ত এবং অন্যান্য কলাকুশলী ও গুণমুগ্ধদের উপস্থিতিতে পরিপূর্ণ ছিল নজরুল তীর্থ।

প্রযোজক সুধীর দত্ত বলেন, করোনাকালীন পরিস্থিতিতে অনেক বাধা বিঘ্ন পেরিয়ে হিন্দি ছবি করার ক্ষেত্রে বাংলার এবং হিন্দি শিল্পীরা ভীষণভাবে সহযোগিতা করেছেন। রহস্য-রোমাঞ্চ ঘেরা এই ছবিতে তরুণ প্রজন্মদের নিয়েই আমাদের এই ছবি সমাজের জন্য এক বিশেষ নিবেদন l

অভিনয়ে আছেন দেবলীনা দত্ত, নাফে খান, সুদেশ বেরি, অমিতা নাঙ্গিয়া, বিশ্বজিৎ চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, সুধীর দত্ত, শান্তনা বসু, দেবাশীষ গাঙ্গুলি, অবধেশ কুমার, শুভব্রত বসুদেব গাঙ্গুলি, মানিকা গাঙ্গুলি, বীর, পূজা গাঙ্গুলী সহ অন্যান্যরা।

প্রত্নতত্ত্বের একটি ট্রেজার, প্রফেসর ফার্নান্দেজ সহ কলেজ ছাত্রের দুটি গ্রুপকে নীল হাভেলির কাছে একটি পুরোপুরি ভুতুড়ে ক্যান্টুরি ওল্ড কিংস ম্যানশনকে কিশানজুঞ্জে ভ্রমণে নেতৃত্ব দেওয়ার সুযোগটি দখল করেছেন। থা হাভেলিতে কোথাও লুকিয়ে আছে বলে বিশ্বাস করা “রাধা মাধব”-এর একটি রত্নখচিত মন্দিরের সন্ধান করছেন অধ্যাপক। রাহুল, বর্তমান যুগে একজন পুনর্জন্ম এবং ছাত্র নেতা, ইয়ানিশ তার আগের জন্মের লেডি লোভের আত্মা, রাজা কন্যা রাজনন্দিনী। বাকি রহস্য ছবিতেই আছে।

দেবলীনা দত্তের এটি প্রথম হিন্দি ছবি। তাঁর চরিত্রের নাম রাজনন্দিনী। রাজনন্দিনী একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী তাই অভিনেত্রীর এক আলাদা ভালো লাগার জায়গা এই চরিত্রটি। সব মিলিয়ে এক রোমাঞ্চকর বিনোদনধর্মী ছবি।

আরও পড়ুন- অফিসে এসে কাজ করতে নারাজ, করোনা পরবর্তীতে ইস্তফা ৮০০ কর্মীর!

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version