Thursday, August 21, 2025

Supreme Court: এবার বিবাহিত মহিলাদের অধিকার স্বামীর ভাড়াবাড়িতেও

Date:

বিয়ের পর কি সম্পূর্ণ বদলে যায় মেয়ের জীবন? এই প্রশ্ন নিয়ে তোলপাড় সমাজ। ঠিক তখনই সুপ্রিম কোর্ট (Supreme Court)এর এক গুরুত্ব পর্যবেক্ষণ প্রকাশ্যে এল। কেন বিবাহিত মহিলাদের (Married Women) অধিকার শুধুমাত্র শ্বশুরবাড়িতেই(In laws) সীমাবদ্ধ থাকবে? বৃহস্পতিবার গার্হস্থ্য হিংসা মামলার একটি শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court)।

গার্হস্থ্য হিংসা মামলা নিয়ে অভিযোগ করেছিলেন এক বিধবা মহিলা। তাঁর বসবাসের সমস্যার কথাও জানান তিনি। এরই প্রেক্ষিতে শীর্ষ আদালতের(Supreme Court)পর্যবেক্ষণ,বহু ক্ষেত্রে দেখা যায় শ্বশুরবাড়ির বাইরে থাকা ভারতীয় মহিলাদের বেশ কয়েকটি সমস্যার মুখোমুখি হতে হয়।তাই বিবাহিত মহিলাদের বসবাসের অধিকার কেবল শ্বশুরবাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকবে এটা হতে পারে না।কর্মসূত্রে বাইরে থাকা স্বামীর ভাড়াবাড়িতেও তাঁর থাকার অধিকার থাকতে পারে বলছে দেশের সর্বোচ্চ আদালত।বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি বি ভি নাগারত্নের ডিভিশন বেঞ্চ (Division bench)জানায়, বিবাহিতাদের সম্পত্তির অধিকারের বিষয়টি শুধু স্বামীর পৈতৃক বাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এমনটা হতে পারে না।

প্রসঙ্গত, বিধবা হওয়ার পর গার্হস্থ্য হিংসার অভিযোগ করে আদালতে মামলা দায়ের করেন এক মহিলা। এই বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত জানায় গার্হস্থ্য হিংসার অভিযোগের ক্ষেত্রে আইন অনুযায়ী প্রোটেকশন অফিসারের রিপোর্ট (Protection Officer Report) দরকার হয়। সে ক্ষেত্রে বসবাসের বিষয়টি যদি রিপোর্টে না-ও উল্লেখ থাকে, সে ক্ষেত্রেও অধিকারের বিষয়টি দেখা যেতে পারে। শ্বশুরবাড়ির পরিবারের যে সদস্যদের বিরুদ্ধে কোনও মহিলা গার্হস্থ্য হিংসার অভিযোগ করছেন, তাঁদের সঙ্গেই এক ছাদের নীচে থাকা কি বাধ্যতামূলক? এই প্রশ্নের উত্তর দিয়েছে শীর্ষ আদালত। বলা হয়েছে, যাঁদের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার (Domestic Violence) অভিযোগ আনছেন বধূ, তাঁদের সঙ্গে তিনি না চাইলে একসঙ্গে না-ও থাকতে পারেন। তা ছাড়া, কোনও ভাগাভাগি পরিবারে কোনও মহিলা যদি গার্হস্থ্য হিংসার মামলা করেন, তা হলে বসবাসের জন্য তিনি সাহায্যের আবেদন করতে পারেন।

সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে ভারতে একজন মহিলার জন্য শ্বশুরবাড়িতে থাকা একটি সামাজিক নিয়ম। যেখানে এক জন মহিলা যুক্তিসঙ্গত কারণে স্বামীর বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছেন, তাঁরও ওই বাড়িতে থাকার অধিকার রয়েছে।



Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version