Thursday, August 28, 2025

বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব দেব(Biplab Deb)। শনিবার দিল্লির নির্দেশ মতো কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র যাদবকে সঙ্গে নিয়ে রাজ্যপালের(Govornor) কাছে নিজের ইস্তফা পত্র জমা দেন বিপ্লব। রাজ্যপালকে পাঠানো মাত্র একটি লাইনের ইস্তফাপত্রে তিনি লিখেছেন, “আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলাম। আজ থেকেই এই ইস্তফা গ্রহণ করা হোক।” তবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই আচমকা ইস্তফায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। যদিও বিপ্লব দেবের দাবি, সংগঠনের কাজে মনোনিবেশ করতেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।

শনিবার রাজভবনে গিয়ে নিজের ইস্তফাপত্র জমা দেওয়ার পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিপ্লব দেব বলেন, “আমি বিজেপির ন্যায়নিষ্ঠাবান কর্মকর্তা। আশা করি, আমায় যে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই পদে থেকে ত্রিপুরার মানুষকে ন্যায় প্রদানের চেষ্টা করেছি। এখন পার্টি চাইছে যে সংগঠনের কাজ করি। সংগঠন থাকলে তবেই সরকার থাকবে। দীর্ঘ সময় আমার মতো কর্মকর্তা কাজ করলে সরকার দীর্ঘ সময় থাকবে।” সেইসঙ্গে বিপ্লব বলেন, ‘প্রত্যেকের কাজের একটি নির্ধারিত সময় থাকে।’ তবে বিপ্লব দেবের ইস্তফায় প্রশ্ন উঠতে শুরু করেছে, বিধানসভা নির্বাচনের মাত্র ১০ মাস আগে মুখ্যমন্ত্রীকে সংগঠনের কাজে বহাল করতে ইস্তফা দেওয়ানো হল মুখ্যমন্ত্রী পদ থেকে? যদিও রাজনৈতিক মহলের অনুমান, মুখ্যমন্ত্রী পদে থেকে বিপ্লব দেবের একের পর এক কর্মকাণ্ডে ভাবমূর্তী নষ্ট হচ্ছে বিজেপির। অনুন্নয়ন, গুণ্ডারাজ ও হিংসাদীর্ণ ত্রিপুরায় বিজেপির ভাবমূর্তী ঠিক করতেই সরানো হয়েছে বিপ্লব দেবকে।

আরও পড়ুন:Jharkhand: কয়লা চুরি আটকাতে গিয়ে আক্রান্ত সিআইএসএফ-এর মহিলা আধিকারিক

এদিকে বিপ্লব দেবের ইস্তফার পর তৃণমূলের তরফে টুইট করে লেখা হয়েছে, “ত্রিপুরায় হাজার হাজার মানুষকে ব্যর্থ করা মুখ্যমন্ত্রীকে বিদায় এবং শুভ পরিত্রাণ! যথেষ্ট ক্ষতি হয়েছে। এতটাই যে বিজেপির শীর্ষ কর্তারাও তার অক্ষমতায় বিরক্ত। তৃণমূল কংগ্রেস রাজ্যে যা অর্জন করেছে তাতে বিজেপির কর্মকর্তারা খুব বিচলিত বলে মনে হচ্ছে। পরিবর্তন অনিবার্য।” এদিকে এই ঘটনার পর তৃণমূলের রাজ্য সাধারন সম্পাদক কুণাল ঘোষ বলেন, “গোটা দলটাই ২০২৩ সালে চলে যাবে। যারা একটা টার্ম চালাতে পারে না, তারা আবার কী সরকার চালাবে। এরা গোষ্ঠীবাজি নিয়েই ব্যস্ত। এরপর ত্রিপুরায় তৃণমূল সরকার গঠন করবে।”




Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version