Saturday, May 3, 2025

কাটোয়া হাসপাতালে ৩ লাখের বিরিয়ানি, কোটি টাকার ভুয়ো বিল! সরব রোগী কল্যাণ সমিতি

Date:

ভুয়ো বিলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রোগী কল্যাণ সমিতির। পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালে (Katwa Hospital) কোটি টাকার ভুয়ো বিল (Bill) জমা পড়েছে বলে অভিযোগ। ৮১ টি বিল ভুয়ো বলে চিহ্নিত করা হয়েছে। শুধুমাত্র হাসপাতালের জন্য চারাগাছ, বিনিয়ানি, ওষুধ বা আসবাবপত্র মিলিয়ে কোটি টাকার বিল জমা দেওয়া হয়। বিলগুলি যাচাই করতে একটি বৈঠক ডাকেন রোগী কল্যাণ সমিতির সদস্যরা। রোগী কল্যাণ সমিতির তরফে ভুয়ো বিল জমা দেওয়া অভিযুক্ত ঠিকাদারদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে। ঠিকাদারের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

একনজরে দেখা যাক কী কী আছে ভুয়ো বিলে-
১৯ দিনে বিরিয়ানির বিল প্রায় ৩,২০,৬৮০ টাকা।
হাসপাতালে বাগানের জন্য ২ লক্ষ টাকা চারাগাছ কেনা হয়েছে।
বহু মূল্য আসবাব কেনা হয়েছে।

আরও পড়ুন:মূল্যবৃদ্ধির জের, গম রফতানি বন্ধ করল কেন্দ্র

কিন্তু প্রশ্ন হল, সেসব গেল কোথায়? এদিকে, ঠিকাদাররা পাল্টা যুক্তি দেন, তাঁরা যদি ভুয়ো বিল দিয়েই থাকেন তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ কেন তাতে সই করলেন? সইয়ের আগে কেন বিল দেখে নেওয়া হল না? কাটোয়া মহকুমা হাসপাতালে বর্তমান সুপার জানান, এই সব হয়েছে আগের সুপারের আমলে। বিলে রয়েছে, একই দিনে হয়ত একই গাড়ি দু জায়গায় গিয়েছে। অথবা অর্ডার করার আগেই ওয়ার্ক ডান হয়ে গিয়েছে। এই দুর্নীতি কোন তরফে হয়েছে তা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত হবে বলে জানান বর্তমান সুপার।




Related articles

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...
Exit mobile version