Sunday, November 9, 2025

কাটোয়া হাসপাতালে ৩ লাখের বিরিয়ানি, কোটি টাকার ভুয়ো বিল! সরব রোগী কল্যাণ সমিতি

Date:

ভুয়ো বিলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রোগী কল্যাণ সমিতির। পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালে (Katwa Hospital) কোটি টাকার ভুয়ো বিল (Bill) জমা পড়েছে বলে অভিযোগ। ৮১ টি বিল ভুয়ো বলে চিহ্নিত করা হয়েছে। শুধুমাত্র হাসপাতালের জন্য চারাগাছ, বিনিয়ানি, ওষুধ বা আসবাবপত্র মিলিয়ে কোটি টাকার বিল জমা দেওয়া হয়। বিলগুলি যাচাই করতে একটি বৈঠক ডাকেন রোগী কল্যাণ সমিতির সদস্যরা। রোগী কল্যাণ সমিতির তরফে ভুয়ো বিল জমা দেওয়া অভিযুক্ত ঠিকাদারদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে। ঠিকাদারের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

একনজরে দেখা যাক কী কী আছে ভুয়ো বিলে-
১৯ দিনে বিরিয়ানির বিল প্রায় ৩,২০,৬৮০ টাকা।
হাসপাতালে বাগানের জন্য ২ লক্ষ টাকা চারাগাছ কেনা হয়েছে।
বহু মূল্য আসবাব কেনা হয়েছে।

আরও পড়ুন:মূল্যবৃদ্ধির জের, গম রফতানি বন্ধ করল কেন্দ্র

কিন্তু প্রশ্ন হল, সেসব গেল কোথায়? এদিকে, ঠিকাদাররা পাল্টা যুক্তি দেন, তাঁরা যদি ভুয়ো বিল দিয়েই থাকেন তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ কেন তাতে সই করলেন? সইয়ের আগে কেন বিল দেখে নেওয়া হল না? কাটোয়া মহকুমা হাসপাতালে বর্তমান সুপার জানান, এই সব হয়েছে আগের সুপারের আমলে। বিলে রয়েছে, একই দিনে হয়ত একই গাড়ি দু জায়গায় গিয়েছে। অথবা অর্ডার করার আগেই ওয়ার্ক ডান হয়ে গিয়েছে। এই দুর্নীতি কোন তরফে হয়েছে তা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত হবে বলে জানান বর্তমান সুপার।




Related articles

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...
Exit mobile version