Friday, November 14, 2025

আচমকা দুর্গা পিটুরি লেনের ৩টি বাড়ি ভাঙার সিদ্ধান্ত KMRCL-এর, মাথায় হাত বাসিন্দাদের

Date:

বউবাজারের (Bowbazar) দুর্গা পিটুরি লেনের(Durga pituri lane) বাসিন্দাদের চোখে-মুখে এখনও আতঙ্ক। বলেছিল সারিয়ে দেবে কিন্তু কিছুই করেনি, এমন অভিযোগ তুলছেন ১৯ নম্বর দুর্গা পিটুরি লেনের বাসিন্দারা। কিছুক্ষণ আগেই তারা জানতে পেরেছেন তাদের ভিটেবাড়ি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেএমআরসিএল (KMRCL)। হঠাৎ এই সিদ্ধান্তের কথা শুনে কান্নায় ভেঙ্গে পড়ছেন ১৬, ১৬/১, ১৯ নম্বরের বাসিন্দারা।

প্রায় থেকে ১৬-১৭টি পরিবারের বাস এই ঠিকানায়। এখন প্রশাসন তাঁদের অন্যত্র পাঠিয়ে দিয়েছে। বাড়ি ছাড়ার সময় ফাটলের যে অবস্থা দেখেছেন আজ তা আরও ভয়াবহ। প্রায় তিন দিন হতে চলল তাঁরা বাড়ি ছাড়া। সিলিং, মেঝে, দেয়ালগুলো প্রায় দুভাগে ভাগ হয়ে গিয়েছে। বৃষ্টির জল ঢুকে সব ঘর জলময়। হাইড্রোলিক সাপোর্ট(Hydrolic support) সিস্টেম ব্যবহার করে সাময়িকভাবে সাপোর্ট দেওয়া হয়েছে কড়ি বর্গার সিলিংকে। এবার বিপদজনক এই বাড়িগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলো কেএমআরসিএল (KMRCL)।

শনিবার দুপুরে স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে-কে (Biswarup Dey) সঙ্গে নিয়ে বাড়িগুলি দেখতে আসেন KMRCL-এর জেনারেল ম্যানেজার এ কে নন্দী। এখনকার বাসিন্দারা যাঁরা এই মুহূর্তে হোটেলে বসবাস করছেন, তাঁরাও সেই সময় বাড়িতে যান।তাঁদের সঙ্গে কথা বলেন KMRCL-এর জেনারেল ম্যানেজার এ কে নন্দী। মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তাঁরা।বাসিন্দাদের দাবি, বাড়ি সঠিকভাবে না ঠিক করা হলে তাঁরা ফিরবেন না দুর্গা পিটুরি লেনের ঠিকানায়। এরপরই বউবাজারে ৩টি বাড়ি ১৬, ১৬/১, ১৯ নম্বর ভাঙার সিদ্ধান্তের কথা জানা যায়।KMRCL এর তরফ থেকে জানা যাচ্ছে ধস নামার সম্ভাবনা আছে কিনা তা খতিয়ে দেখে পদক্ষেপ করা হয়েছে। বিপদজনক বাড়িগুলি নিয়ে আর কোনও রকমের ঝুঁকি নেওয়া হবে না, বিপদ যাতে আর না বাড়ে তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



Related articles

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...
Exit mobile version