Thursday, May 8, 2025

সিপিআইএমের (CPIM) যুব সংগঠন DYFI-এর একাদশতম সর্বভারতীয় সম্মেলনের শেষে সাধারণ সম্পাদক থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটিতে একঝাঁক নতুন মুখ। এদিন রবিবার সল্টলেকের ইজেডসিসি (EZCC) তে সম্মেলন থেকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন বাংলার যুবকর্মী হিমঘ্নরাজ ভট্টাচার্য (Himaghnaraj Bhattacharya) ও সভাপতি হলেন কেরলের এ এ রহিম (AA Rahim)। সম্মেলনের শেষ পর্যায়ে যদিও একটি বিষয় পরিষ্কার যে আলিমুদ্দিন এখনও কম যায় না। অর্থাৎ দলের যুব সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাংলা থেকে হওয়ায় উচ্ছসিত রাজ্য সিপিআইএমের। হিমঘ্নরাজ ভট্টাচার্য এর আগে দক্ষিণ ২৪ পরগণার ডিওয়াইএফআই-এর সম্পাদক ছিলেন এবং সেই সময় থেকেই তিনি সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে জানা যায়।

একাদশতম এই সম্মেলন থেকে উঠে এসেছে সকলের জন্য শিক্ষা প্রদানের কথা। একই সাথে বলা হয়েছে সাম্প্রদায়িক হানাহানি রুখতে যেকোন পর্যায়ে আন্দোলনে যেতে পারে ডিওয়াইএফআই এবং মোদি সরকারের কর্মসংস্থানহীনতার কথাও উল্লেখ করে দেশব্যাপী যুব আন্দোলনের কথা বলা হয়েছে এই সম্মেলনে।

তবে ডিওয়াইএফআই-এর এই সম্মেলন থেকে একটা জিনিস পরিষ্কার, CPIM-র মতো তারাও বৃদ্ধতন্ত্রকে গুরুত্ব দিতে নারাজ। যুব সংগঠন হল যুবক-যুবতীদের। তাই সংগঠনের অভ্যন্তরে থাকা ব্যক্তিদের বয়সের সীমা ৩৮ বাঁধা হয়েছিল, আর সেই নিয়ম মেনেই অভয় মুখোপাধ্যায়কে বিদায় দিয়ে সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হল হিমঘ্নকে। যদিও সভাপতি পদে পূর্ববর্তী এ এ রহিম-ই রইলেন। বঙ্গ সিপিএমের নেতৃত্বরা যদিও বলছেন ডিওয়াইএফআই-এর সাধারণ সম্পাদক পদে বাংলার প্রভাব প্রায় আটের দশক থেকে। সংগঠনের জন্মলগ্ন থেকে কখনও হান্নান মোল্লা আবার কখনও মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরাও সামলেছেন এই পদ। এবারের সম্মেলনেও সেই রীতিই বজায় থাকল।

আরও পড়ুন- কলকাতায় ভুয়ো কল সেন্টারের হদিশ, গ্রেফতার ৯

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version