Saturday, August 23, 2025

বেআইনি-অসাংবিধানিক: পুরসভার প্যাডে বিজেপির নেতাদের স্বাক্ষর! তোপ দাগলেন মালা

Date:

বিধানসভা হোক বা পুরসভা- কোনও নির্বাচনেই শিকে ছেঁড়েনি যে বিজেপি (BJP) নেতাদের, তাঁদের বোধহয় প্রশাসনিক প্যাডে নিজেদের নাম দেখার ইচ্ছে হয়েছে। না হলে কলকাতা পুরসভা প্যাডে লেখা চিঠিতে কীভাবে সই করেন তাঁরা! এই কাজ বেআইনি-অসাংবিধানিক বলে তোপ দাগে কলকাতা পুরসভার চেয়ার পার্সেন মালা রায় (Mala Ray)। ঘটনার সূত্রপাত শনিবার, মেট্রোর কাজের জেরে বউবাজারে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে মেট্রো রেলের কাছে চিঠি লিখেছে বিজেপি। জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করেন চিঠি দেন কলকাতা পুরসভায় বিজেপির (BJP) তিন কাউন্সিলর-সহ নেতারা। KMC-র লোগো দেওয়া ও ঠিকানা লেখা লেটার হেডে ৩ কাউন্সিলরের কাউন্সিলর সজল ঘোষ (Sajal Ghosh), মীনাদেবী পুরোহিত (Minadevi Purohit) ও বিজয় ওঝার পাশাপাশি সই করেছেন কলকাতা জেলা বিজেপির ৩ নেতা উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey), সহ-সভাপতি গুলাব সিং (Gulab Singh) ও সাধারণ সম্পাদক তমোঘ্ন ঘোষ (Tamagna Ghosh)। কিন্তু এই বেআইনি কাজটা তাঁরা করলেন কী করে?

KMC লেটার হেডে তিন কাউন্সিলর নিশ্চয় চিঠি লিখতে পারেন। কিন্তু কীভাবে সেই প্যাডে লেখা চিঠিতে স্বাক্ষর করলেন কল্যাণরা! গত বিধানসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ে গোহারা হেরেছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। এর আগে কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্র থেকে দাঁড়িয়েও পরাজিত হন প্রাক্তন ফুটবলার। সেই কারণে প্রশাসনিকস্তরে কোনও লেটারহেডে স্বাক্ষর করার সুযোগ এখনও হয়নি। বাকিদের অবস্থাও তথৈবচ। সুতরাং দুধের সাধ গোলে মেটাতে বেআইনি কাজ করতেও পিছুপা হলেন না বিজেপির তিনি প্রথমসারির নেতা।

তিন নেতার স্বাক্ষর করাই নয়, বিতর্ক তৈরি হয়েছে এই ধরণের প্যাড ছাপানো নিয়েও। পুরসভার চেয়ারপার্সন তথা সাংসদ মালা রায় বলেন, পুরোটাই অসাংবিধানিক ও বেআইনি। এরপরে তোপ দেগে তিনি বলেন, কেন্দ্র থেকে রাজ্য- বিজেপির কোনও নেতাই সংবিধানের ধার ধারে না। গণতন্ত্রকে অপমান করে। পুর কাউন্সিলররাও সেই পথে চলছে। পুরসভায় দলের মুখ্যসচেতক বা বিরোধী দলনেতা কে তা বিজেপি জানায়নি বলে মন্তব্য করেন মালা। অন্তর্দ্বন্দ্বে জর্জরিত বিজেপি পুরবোর্ড তৈরি হয়ে যাওয়ার কয়েক মাস পরেও এখনও পরিষদীয় দলনেতা বা মুখ্যসচেতক ঠিক করতে পারেনি। এই পরিস্থিতিতে আরও বিতর্ক বাড়ালেন বিজেপি তিন নেতা। সঙ্গী তিন কাউন্সিলর।



Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version