Wednesday, November 12, 2025

বউবাজারের শুরু বাড়ি ভাঙার কাজ, মেট্রো কর্তৃপক্ষের উপর ক্ষোভ বাসিন্দাদের

Date:

শুরু হল বউবাজারের ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি ভাঙার কাজ। মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত দুর্গাপিতুরি লেনের দুটি বাড়ি ভাঙার কাজ শুরু করল KMRCL। জানা গিয়েছে, ১৬ ও ১৬/১ নং বাড়ি দুটি ছাড়াও ১৫ নম্বর বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। কলকাতা পুরসভা অনুমতি দিলে ওই বাড়িটিও ভাঙা হবে। ইতিমধ্যেই ১৫ নম্বর বাড়িটিতে বিপজ্জনক বোর্ড ঝোলানো যায় কিনা সেব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে KMRCL।

আরও পড়ুন:কংগ্রেস নয়, বিরোধী মুখ মমতা: চিন্তন বৈঠকে রাহুলের বক্তব্যের পাল্টা তোপ জাগো বাংলায়


রবিবার বৈঠকের পরে সোমবার সকাল থেকেই ১৬ নম্বর এবং ১৬/১ নম্বর দুর্গা পিটুরি লেনে বাড়িগুলি খালি করার কাজ শুরু হয়। নিজের বাড়ি আচমকা খালি করার ঘটনায় মেট্রো কর্তৃপক্ষের উপর ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। এত কম সময়ের মধ্যে যাবতীয় জিনিস নিয়ে কোথায় যাবেন বাসিন্দারা, তা নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়। যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করেই কেন বাড়ি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন ক্ষতিগ্রস্তরা। বাড়ি ভাঙার পর কী করবেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা, কোথায় মাথা গুঁজবেন, কতদিনই বা হোটেলে থাকতে হবে, এসব চিন্তা নিয়ে ঘুম উড়েছে তাঁদের।




২০১৯-এর পর ফের এক দফায় বউবাজারে বাড়িতে ফাটল দেখা দেওয়ায় মেট্রোরেল কর্তৃপক্ষের ওপর ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। কেএমআরসিএল-এর দায়িত্বজ্ঞানহীন কাজের জন্যই বাড়িতে ফাটল দেখা দিচ্ছে বলে অভিযোগ তাঁদের। রবিবারই পুরসভার আধিকারিক ও পুলিশকর্তারা ওই বাড়িগুলি ঘুরে গিয়েছেন।

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version