Sunday, August 24, 2025

বিকল্প জ্বালানি ব্যবহারের লক্ষ্যে রাজ্য, নতুন পাঁচটি সিএনজি চালিত বাস উদ্বোধন

Date:

পেট্রোল- ডিজেলের(petrol-Diesel) দাম বাড়ছে দিনে দিনে এর পাশাপাশি কমছে জ্বালানির সম্ভারও (Fuel) তাই আরও বেশি করে বিকল্প জ্বালানি ব্যবহারের উপরে জোর দিচ্ছে রাজ্য সরকার। সেই সঙ্গে পরিবহণ ব্যবস্থাকে পুরো ঢেলে সাজানোর পরিকল্পনা নিতে চলেছে রাজ্য।

সেই লক্ষ্যেই এবার নিউ টাউনে নতুন পাঁচটি সিএনজি চালিত বাসের উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। নতুন এই বাসগুলি নিউটাউনের সাপুরজি থেকে উল্টোডাঙা স্টেশন পর্যন্ত চলবে । এর ফলে তথ্যপ্রযুক্তি  ক্ষেত্রে কর্মরতদেরও নিউ টাউন এবং সেক্টর ফাইভে যাতায়াতে সুবিধা হবে। নতুন এই বাসে প্রাথমিক ভাড়া ২০ টাকা ৷ এর পরে দু’টি স্তরের ভাড়া হবে ২৫ ও ৩৫ টাকা।

রাজ্য সরকার চাইছে, বেসরকারি বাসগুলিও যাতে ডিজেলের বদলে সিএনজি-তে চালানো যায়। কিন্তু বাস সিএনজি-তে চালানোর উপযুক্ত করতে কয়েক লক্ষ টাকা খরচ এবং শহরে সিএনজি গ্যাস ভরানোর জায়গাও অত্যন্ত কম এই দুটো বৃহৎ সমস্যা বলছেন বাস মালিকরা।

আরও পড়ুন:কাঁকড়া খেয়ে মৃত্যু পর্যটকের, দিঘায় চাঞ্চল্য

ফিরহাদ হাকিম  জানিয়েছেন, এই সমস্যার সমাধান অবশ্যই হবে। আপাতত বেঙ্গল গ্যাস নামে একটি সংস্থা এই গ্যাস সরবরাহ করছে শুধু তাই নয় পাইপ লাইনের মাধ্যমেও  সিএনজি সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে৷ বিভিন্ন পেট্রোল পাম্পেও পাওয়া যাচ্ছে  সিএনজি ৷ সরকারি এবং বেসরকারি বাসের জন্য সরকারি বাস ডিপোগুলিতে সিএনজি স্টেশনও তৈরি করা হচ্ছে।

সিএনজি-র পাশাপাশি ব্যাটারি চালিত যানবাহনের উপরে জোরও দেওয়া হচ্ছে৷ বিদ্যুৎচালিত গাড়ির জন্য কলকাতা এবং বৃহত্তর কলকাতায় পর্যাপ্ত সংখ্যক চার্জিং স্টেশনও তৈরি করা হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী৷তিনি আরও জানান, ২০৩০ সালের কথা মাথায় রেখে শহরের পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।




Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version