Saturday, August 23, 2025

PWD-র খাঁই বড্ড বেশি: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর কড়া বার্তা

Date:

Share post:

যে কোনও কাজ করতে অত্যাধিক টাকা চায় পূর্ত দফতর। মঙ্গলবার তিন দিনের জঙ্গলমহল সফরে গিয়ে মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক থেকে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একটি কমিউনিটি হল ও দু’টি বড় গেট তৈরির খরচ হিসেবে ৩০-৪০কোটি টাকার খরচের হিসেব দেয় PWD। এই কথা মেদিনীপুর (Medinipur) শহরে প্রদ্যোৎ স্মৃতি সদনে প্রশাসনিক সভায় শোনেন তিনি। সেই সময় পূর্ত দফতরের কাজকর্মের খরচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা। বলেন, ‘‘PWD-র বড্ড বেশি খাঁই। ওদের দিয়ে সব কাজ করানোর দরকার নেই।’’

মখ্যমন্ত্রী বলেন, ‘‘ওরা একটু বেশি টাকা ধরে। ওদের কাজ দেবে না। কাজ করতে গেলে এমন বাজেট দেয় যে, বলার না।’’ তিনি পাশাপাশি অভিযোগ করেন প্রথমে কম টাকা বাজেট দিলেও পরে সেই টাকার অঙ্ক বাড়িয়ে দেয় পূর্ত দফতর।

আরও পড়ুন:ট্রেন নয় যেন প্লাস্টিকের খেলনা! অসম বন্যার ভয়াবহতার সাক্ষী দুনিয়া,ভাইরাল ভিডিয়ো

সেই সময়ে সংশ্লিষ্ট আধিকারিকের থেকে প্রকল্প-রিপোর্ট চান মুখ্যমন্ত্রী। জানানো হয়, একটি কমিউনিটি হল ও দু’টি বড় গেট তৈরিতে ৩০-৪০ লক্ষ টাকা লাগবে। পরে আরও অর্থ লাগবে বলেও জানান তিনি। কিন্তু মমতা জানান, সব কাজ ৬ কোটির মধ্যেই শেষ করতে হবে।

মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, প্রয়োজনে হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট ও এইচআরবিসি-র ইঞ্জিনিয়ারদের দিয়ে কাজ সম্পন্ন করতে হবে। বলেন, ‘‘৫০ লক্ষ টাকায় কালীঘাট মোড়ে অতবড় গেট করেছি। কলকাতায় তো এত কিছুর নির্মাণ হয়, তাতে তো এত খরচ হয় না।’’ PWD-র বাজেট নিয়ে যে তিনি বেজায় ক্ষুব্ধ তা স্পষ্ট বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী।




spot_img

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...