Thursday, August 21, 2025

গুজরাত নির্বাচনের আগে কংগ্রেসে বড় ধাক্কা, সোনিয়া-রাহুলের হাত ছাড়লেন হার্দিক প্যাটেল

Date:

সর্বভারতীয় স্তরে ফের বড়সড় ধাক্কা কংগ্রেসে। গুজরাত নির্বাচনের কয়েক মাস আগেই এবার কংগ্রেসের হাত ছাড়লেন তরুণ নেতা হার্দিক প্যাটেল। গুজরাত প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন হার্দিক প্যাটেল। আজ, বুধবার সকালে টুইট করে একথা নিজেই জানিয়েছেন তিনি। এদিন টুইটে হার্দিক লিখেছেন, “আজ আমি সাহসের সঙ্গে কংগ্রেস পার্টির সমস্ত পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি। আমি নিশ্চিত যে আমার সিদ্ধান্তকে আমার সমস্ত সহকর্মী এবং গুজরাতের মানুষ খোলা মনে স্বাগত জানাবে। আমি বিশ্বাস করি যে আমার এই পদক্ষেপের পরে, ভবিষ্যতে আমি গুজরাতের জন্য সত্যিই ইতিবাচকভাবে কাজ করতে সক্ষম হব।”

জানা গিয়েছে, হার্দিক তাঁর পদত্যাগ পত্র দলের সুপ্রিমো
সোনিয়া গান্ধীকে পাঠিয়ে দিয়েছেন। পতিদার নেতা হার্দিকের পদত্যাগ গুজরাত বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের জন্য বড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, এদিন আচমকা ইস্তফার কথা ঘোষণা করলেও
পতিদার নেতা হার্দিকের কংগ্রেস ছাড়ার গুঞ্জন শুরু হয়েছিল কিছুদিন আগে থেকেই। কিন্তু হার্দিক তখন তা উড়িয়ে দিয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন হার্দিক। কিন্তু সম্প্রতি তিনি
কংগ্রেস নিয়ে বেসুরো ছিলেন। গুজরাত প্রদেশ কংগ্রেস সভাপতির মুখে পরোক্ষে বিজেপি প্রশংসা শোনা গিয়েছিল। কিন্তু তিনি দল ছাড়বেন, সেটা বলেননি। কিন্তু শেষপর্যন্ত জল্পনা সত্যি করে কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন হার্দিক প্যাটেল।

আরও পড়ুন:নির্ধারিত সময়ের ৪০মিনিট আগেই CBI দফতরে বিধায়ক পরেশ পাল

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version