Tuesday, August 26, 2025

India Team: দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের দায়িত্ব নিতে চলেছেন লক্ষ্মণ: সূত্র

Date:

চলতি আইপিএলের ( IPL) পর দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-২০ ( T-20) আন্তর্জাতিক সিরিজ খেলবে ভারত (India)। আর সূত্রের খবর, সেই সিরিজে ভারতের কোচের দ্বায়ীত্ব নিতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ( VVS Laxman)।

আসলে জুন মাসে ইংল‍্যান্ড সিরিজ রয়েছে ভারতের। সেই সময় রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ। তাই ইংল‍্যান্ড সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মাদের নিয়ে ইংল্যান্ডে ব্যস্ত থাকবেন রাহুল দ্রাবিড়। সেই কারণে দক্ষিণ আফ্রিকার দায়িত্বে দেওয়া হতে চলেছে লক্ষ্মণকে। বিসিসিআই সূত্রে খবর, দ্রাবিড়ই নাকি তাঁর অনুপস্থিতিতে টি-২০ দলের জন্য কোচ হিসাবে লক্ষ্মণের নাম প্রস্তাব করেছেন। লক্ষ্মণ সেই প্রস্তাবে রাজি হয়েছেন বলেও খবর।

এই নিয়ে বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, “এর আগেও এক সঙ্গে ভারতের দু’টি দল দু’জায়গায় খেলেছে। এর ফলে একসঙ্গে অনেক ক্রিকেটারের খেলার সুয়োগ হয়। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা হয় তাঁদের।”

জুলাই মাসের ১ তারিখ থেকে ইংল্যান্ডে একটি টেস্ট খেলতে যাবে ভারত। গত বছর এই সিরিজ শুরু হয়েছিল। এই সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে। কিন্তু করোনার কারণে সিরিজ স্থগিত হয়ে যায়। সেই বাকি থাকা একটি ম্যাচ খেলতে যাবেন রোহিতরা। তার জন্য ১৫ বা ১৬ জুন রওনা হবে ভারতীয় দল। সেখানে ২৪ জুন থেকে লিস্টারশায়ারের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরে বার্মিংহামে বেন স্টোকসদের মুখোমুখি হবে ভারত। অন্য দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে ৯ জুন। প্রথম ম্যাচ হবে দিল্লিতে। তার পরের চারটি ম্যাচ হবে কটক, বিশাখাপত্তনম , রাজকোট এবং বেঙ্গালুরুতে। তার পরেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি এক দিনের ম্যাচের সিরিজ রয়েছে। এই দুই সিরিজে কোচের ভূমিকায় থাকার কথা লক্ষণের। এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব রয়েছেন লক্ষ্মণ। দ্রাবিড়ের ছেড়ে যাওয়া দায়িত্ব নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:AIFF: এল নতুন রায়, পদ খোয়ালেন প্রফুল, তিন সদস্যের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স গঠন করল সুপ্রিম কোর্ট

 

 

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version