Sunday, November 9, 2025

জবাব চাই-জবাব দাও: কেন্দ্রের বকেয়া থেকে পেট্রোপণ্যের অগ্নিমূল্য নিয়ে আন্দোলনের বার্তা মমতার

Date:

কেন্দ্রের কাছে বকেয়া ৯২ হাজার কোটি টাকা। তা এখনও দেয়নি মোদি সরকার(Modi Government)। উল্টে বন্ধ করেছে ICDS-এর টাকা। বাংলা থেকে দিল্লি- এই নিয়ে আন্দোলন গড়ে তোলার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, মেদিনীপুরের (Midnapore) কর্মিসভা থেকে মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো(Mamata Banerjee)। জবাব চাই-জবাব দাও: স্লোগান তুলে তিনি বলেন,“কেন্দ্র মানুষের পকেট লুট করছে, আর প্রতিবাদ করলেই হিন্দু-মুসলিম (Hindu Muslim)দাঙ্গা বাধিয়ে দেওয়া হচ্ছে।”

একদিকে পেট্রোপণ্যের অগ্নিমূল্য, অন্যদিকে রাজ্যের পাওনা আটকে রাখা থেকে শুরু করে, ১০০দিনের কাজের টাকা না দেওয়া-সব বিষয় নিয়েই বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার (Central Government)। এই নিয়েই এদিনের সভা থেকে কেন্দ্রকে নিশানা করেন তৃণমূল(TMC) সুপ্রিমো। মেদিনীপুরের সভায় ছিলেন সাংসদ দীপক অধিকারী(দেব), জুন মালিয়া, মানস ভুঁইয়া-সহ অন্যান্যরা। সেখানে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, “গ্যাসের দামের ঢেউ উঠছে সমুদ্রের ঢেউয়ের মতো। লুঠ, লুঠ, লুঠ হচ্ছে। কেন্দ্র মানুষের পকেট লুঠ করেই চলেছে।” ৮০০ ওষুধের দাম বৃদ্ধি করেছে মোদি সরকার। এই বিষয় নিয়েও তুলোধনা করেন মমতা। মমতার অভিযোগ, “গ্যাস, পেট্রল, ওষুধ থেকে কোটি কোটি টাকা কাটমানি খাচ্ছে কেন্দ্র। প্রতিবাদ করলেই হিন্দু-মুসলিম দাঙ্গা বাধানো হচ্ছে।”

আইসিডিএস-এর টাকা বন্ধ করেছে কেন্দ্র। ১০০দিনের কাজের টাকা ৫মাস ধরে টাকা বন্ধ করে রেখেছে মোদি সরকার। মমতা বলেন, গরিব মানুষ টাকা পাচ্ছেন না। এই নিয়ে বিজেপি নেতাদের দেখলেই জবাব চাওয়ার কথা বলে তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, জবাব চাই-জবাব দাও। আক্রমণ নয়, রাজনৈতিক ভাবে প্রতিবাদ গড়ে তোলার বার্তা দেন মমতা।

মানুষ পাশে থাকলে তাঁরা দিল্লি জয় করবেন বলেও জানান তৃণমূল সুপ্রিমো। সব নয়, কয়েকটি মিডিয়াকে বিজেপি কিনে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার, ঝাড়গ্রামেও কর্মিসভা হবে।



Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version