Wednesday, November 12, 2025

বুথস্তরের কর্মীরাই দলের সম্পদ। যেখানেই প্রশাসনিক বৈঠক করতে যাব, বুথস্তরের কর্মীদের সঙ্গে সভা করব। বুধবার, মেদিনীপুরের কর্মিসভা থেকে দলীয় নেতা-কর্মীদের একজোট হয়ে কাজ করার বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে জানিয়ে দিলেন কর্মীরাই তৃণমূলের সম্পদ।

এদিন, কর্মিসভা থেকে দলের স্লোগান বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “আমি নই, আমরা।“ নেতা-কর্মীদের এই মনোভাব নিয়েই কাজ করতে হবে। তৃণমূল সুপ্রিমোর মন্তব্য, “তৃণমূল কংগ্রেস আমার সৃষ্টি, আমার সৃষ্টি কখনও ব্যর্থ হয় না”। তিনি বলেন, তাঁর স্বপ্ন সবার সঙ্গে মিশে কাজ করবেন তৃণমূলের নেতা-কর্মীরা। মমতার আশা, তৃণমূল কর্মীরা একদিন সারা বিশ্ব জয় করবে। নিজেকে নেতা বললেই নেতা হওয়া যায় না। নেতারা কাজের মধ্যে দিয়ে তৈরি হন। একই সঙ্গে দলের যে নেতারা কুকর্ম করে তাঁদেরকেও কড়া বার্তা দেন তৃণমূল সুপ্রিমো । তিনি বলেন, যাঁরা খারাপ কাজ করবেন, মানুষ তাঁদের ঠিক চিনে নিয়ে প্রত্য়াখ্যান করবে।

মানুষের পাশে থাকার জন্যে দলীয় নেতা-কর্মীদের বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। “যেকোনও কাজ সাধারণ মানুষকে সাহায্য করুন, তবেই লোকে আপনাদের মনে রাখবে। আর যাঁরা কাজ করবেন না বাড়িতে বসে যান”- নরমে-গরমে কড়া বার্তা মমতার। মেদিনীপুরে পুরনো ব্লক কমিটিই কাজ চালাবে বলে জানান মমতা। নেতৃত্ব দেবেন অজিত মাইতি।

মেদিনীপুর জেলা নিয়ে তিনি গর্বিত বলেও মন্তব্য করেন। স্বাধীনতা সংগ্রামে মেদিনীপুরের ভূমিকার কথা উল্লেখ করে মমতা জানান, ‘ভারত ছাড়ো আন্দোলনে’র বর্ষপূর্তিতে ৯ অগাস্ট ফের মেদিনীপুরে সভা করবেন তিনি। এর পাশাপাশি জানান, রাজা রামমোহন রায়ের ২৫০তম জন্ম বার্ষিকী ব্লকে ব্লকে পালন হবে। ২১ মে থেকে ৩১ মে দুয়ারে সরকার হবে।  ‘১১ বছর উন্নয়নের পথে’ দল ও সরকারের তরফ থেকে অনুষ্ঠান হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। মেদিনীপুরে মেদিনীপুরে সিনেমাহল হচ্ছে। মমতা চান, সেখানে বড় শপিংমল হোক। মেদিনীপুরের বিদ্যাসাগর পার্কে সাইকেল হাবের কথাও এদিন ফের জানান মুখ্যমন্ত্রী। এদিন, তীব্র দহন উপেক্ষা করে লক্ষাধিক মানুষ সভায় উপস্থিত ছিল। তাঁদের কুর্নিশ জানান তৃণমূল নেত্রী।



Related articles

বৃষ্টির জল সংরক্ষণে নজির: কেন্দ্রের পুরস্কার বাংলার দুই প্রতিষ্ঠানকে, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

বৃষ্টির জল সংরক্ষণে অসামান্য উদ্যোগের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় সরকারের  (Central Govt) ‘জল সংরক্ষণ পুরস্কার পাচ্ছে রাজ্যের দুটি প্রতিষ্ঠান। ...

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...
Exit mobile version