Thursday, August 21, 2025

তৃণমূলের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে পাটের সর্বোচ্চ মূল্য প্রত্যাহার করল কেন্দ্র

Date:

দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সাফল্য। তৃণমূলের(TMC) শ্রমিক সংগঠনের লাগাতার আন্দোলনের কাছে মাথা নত করল কেন্দ্রের বিজেপি সরকার(BJP Govt)। উঠে যাচ্ছে পাটের সর্বোচ্চ মূল্য। বৃহস্পতিবার নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জুট বোর্ড(jute board)। আগামীকাল থেকে কার্যকর হচ্ছে নতুন এই সিদ্ধান্ত।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের তরফে পাটের মূল্য বেঁধে দেওয়ার জেরে চূড়ান্ত সমস্যার মুখে পড়েছিল বাংলার পাট শিল্প। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে বেশি দামে পাঠ কিনে তা অত্যন্ত কম দামে বিক্রি করতে হচ্ছিল। যার জেরে একাধিক কারখানা বন্ধ হওয়ার মুখে পড়ে। কাজ হারান হাজার হাজার শ্রমিক। এই পরিস্থিতিতে পাটের মূল্যসীমা প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC। সংসদেও বাংলার পাটশিল্পের সমস্যার কথা তুলে ধরে বারবার সরব হন তৃণমূল সাংসদরা। লাগাতার আন্দোলনের মুখে পড়ে অবশেষে পিছু হটতে বাধ্য হলো বিজেপি সরকার। যদিও শেষভাগে তৃণমূলের দেখানো পথে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা যায় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে। ঘরে-বাইরে প্রবল চাপের মুখে পড়ে বৃহস্পতিবার পাটের মূল্যসীমা প্রত্যাহার সংক্রান্ত বিবৃতি জারি করল জুট বোর্ড।

দীর্ঘ লড়াইয়ে জয়ের পর এ বিষয়ে টুইট করেছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও INTTUC-র লাগাতার আন্দোলনের পর অবশেষে বিজেপি সরকার কাঁচা পাটের ওপর অযৌক্তিক মূল্যসীমা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এই সিদ্ধান্ত বাংলার পাট শিল্পের সঙ্গে যুক্ত সকলের জন্য এক বিশাল সাফল্য।”




Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version