Sunday, November 16, 2025

তৃণমূলের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে পাটের সর্বোচ্চ মূল্য প্রত্যাহার করল কেন্দ্র

Date:

দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সাফল্য। তৃণমূলের(TMC) শ্রমিক সংগঠনের লাগাতার আন্দোলনের কাছে মাথা নত করল কেন্দ্রের বিজেপি সরকার(BJP Govt)। উঠে যাচ্ছে পাটের সর্বোচ্চ মূল্য। বৃহস্পতিবার নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জুট বোর্ড(jute board)। আগামীকাল থেকে কার্যকর হচ্ছে নতুন এই সিদ্ধান্ত।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের তরফে পাটের মূল্য বেঁধে দেওয়ার জেরে চূড়ান্ত সমস্যার মুখে পড়েছিল বাংলার পাট শিল্প। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে বেশি দামে পাঠ কিনে তা অত্যন্ত কম দামে বিক্রি করতে হচ্ছিল। যার জেরে একাধিক কারখানা বন্ধ হওয়ার মুখে পড়ে। কাজ হারান হাজার হাজার শ্রমিক। এই পরিস্থিতিতে পাটের মূল্যসীমা প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC। সংসদেও বাংলার পাটশিল্পের সমস্যার কথা তুলে ধরে বারবার সরব হন তৃণমূল সাংসদরা। লাগাতার আন্দোলনের মুখে পড়ে অবশেষে পিছু হটতে বাধ্য হলো বিজেপি সরকার। যদিও শেষভাগে তৃণমূলের দেখানো পথে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা যায় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে। ঘরে-বাইরে প্রবল চাপের মুখে পড়ে বৃহস্পতিবার পাটের মূল্যসীমা প্রত্যাহার সংক্রান্ত বিবৃতি জারি করল জুট বোর্ড।

দীর্ঘ লড়াইয়ে জয়ের পর এ বিষয়ে টুইট করেছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও INTTUC-র লাগাতার আন্দোলনের পর অবশেষে বিজেপি সরকার কাঁচা পাটের ওপর অযৌক্তিক মূল্যসীমা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এই সিদ্ধান্ত বাংলার পাট শিল্পের সঙ্গে যুক্ত সকলের জন্য এক বিশাল সাফল্য।”




Related articles

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...
Exit mobile version