Thursday, August 28, 2025

এসএসসি নিয়ে নজীরবিহীন রায় দিল হাইকোর্ট।বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত সিআরপিএফ মোতায়েনের নির্দেশ দিল আদালত। এসএসসির দুই অফিসেই সিআরপিএফ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।


বিচারপতি অভিজিৎ গঙ্গাপাধ্যায়ের নির্দেশ, বুধবার রাত সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত কেউ এসএসসির দফতরে ঢুকতে পারবে না। দিনভর টালমাটাল অবস্থার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চেম্বারে মাঝ রাতেই শুনানির সম্ভাবনা তৈরি হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ভার্চুয়াল মাধ্যমে শুরু হয় শুনানি।


আরও পড়ুন:CBI হাজিরা এড়ানোয় এবার মন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা?


জানা গেছে, বিচারপতির চেম্বার থেকেই কেন্দ্রীয় বাহিনীর অফিসে ফোন করে কথা বলেন আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত। আদালত নির্দেশ দেয়, নির্দেশের কপি তৎক্ষণাৎ সিআরপিএফকে দেওয়া হোক। আদালত আরও জানিয়েছে, রাতেই দফতর চত্বর ঘিরে ফেলতে হবে। বুধবার রাত সাড়ে দশটা থেকে শুনানি শুরু হয়। সূত্রের খবর, ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেন বিকাশরঞ্জন ভট্টাচার্যও।


ভার্চুয়াল শুনানিতে সবপক্ষের উপস্থিতিতেই নির্দেশ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আচমকা এসএসসির চেয়ারম্যানের পদত্যাগে নতুন আশঙ্কা দেখা দিয়েছে। চাকরিপ্রার্থীদের জরুরি আবেদনের প্রেক্ষিতে তাই এই জরুরি শুনানি হতে পারে। কমিশন অফিস থেকে নথি সরতে পারে এই আশঙ্কাতেই নতুন আবেদন। বুধবার দিনভর এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি।হাইকোর্টের নির্দেশ মেনে বুধবারই বিকেলে সিবিআই দফতরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। যদিও এইনিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি পার্থ।

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...
Exit mobile version