Wednesday, August 20, 2025

কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পর সম্ভাবনা তৈরি হয়েছিল প্রাক্তন পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল জাখর(Sunil Jakhar) এবার হয়তো বিজেপিতে যোগ দেবেন। সেই সম্ভাবনাকে সত্যি করেই বৃহস্পতিবার দিল্লিতে জেপি নাড্ডার(JP Nadda) উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন জাখর। বিজেপিতে(BJP যোগ দেওয়ার পর কড়া ভাষায় কংগ্রেসকে(Congress) আক্রমণও শানালেন তিনি।

এদিন গেরুয়া শিবিরে যোগদানের পরে সুনিল জাখর বলেন, “গত ৫০ বছর ধরে আমার পরিবারের তিন প্রজন্ম কংগ্রেস পার্টির সেবা করে এসেছে। আজ আমি সেই ৫০ বছরের সম্পর্ক ভেঙে দিলাম।” নিজের পুরনো দল সম্পর্কে কটাক্ষ করে সুনীল বলেন, “যখন কোনও দল তার মূল্যবোধ ও নীতি হারিয়ে ফেলে, তখন সেটা ছাড়তেই হয়।”

উল্লেখ্য, নির্বাচনের আগে পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে এই সুনীলকে সরিয়েই নভজ্যোত সিং সিধুকে সভাপতি করা হয়েছিল। এরপর থেকেই বিক্ষুব্ধ ছিলেন সুনীল। বারে বারে দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। নির্বাচনের আগে কংগ্রেস নেত্রী অম্বিকা সোনি মন্তব্য করেছিলেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিন্দু হলে এর বিরুপ প্রভাব পড়বে। তাঁর এই মন্তব্যের বিরোধিতা করে সুনীল বলেছিলেন, অম্বিকা দিল্লিতে বসে পাঞ্জাবে দলের ভাবমূর্তি নষ্ট করছেন। ওয়াকিবহাল মহলের ধারণা, অম্বিকার ওই মন্তব্যে ‘হিন্দু’ সুনীলের ‘মুখ্যমন্ত্রীর মুখ’ হওয়ার সম্ভাবনাতেই যতিচিহ্ন পড়ে যায়। এরপর চান্নিকে সোনিয়া গান্ধী মুখ্যমন্ত্রী মুখ হিসেবে বেছে নেওয়ার পর ফের সরব হন সুনীল। তিনি বলেন, কংগ্রেস যেন পাঞ্জাবে বিএসপিকে প্রতিনিধিত্ব করছে। তিনি সোনিয়াকে আবেগপ্রবণ পরামর্শ দিয়েছিলেন, দল যেন তার আদর্শ থেকে সরে না আসে। এভাবে একের পর এক দলবিরোধী মন্তব্যের অভিযোগে নোটিশ পাঠানো হয়েছিল ওই নেতাকে। অনুমান করা হচ্ছিল তাঁর শিয়রে ঝুলছে শাস্তির খাড়া। এহেন পরিস্থিতির মাঝেই দলের চিন্তন বৈঠক চলাকালিন ফেসবুকে নিজের দলত্যাগের কথা ঘোষণা করেন সুনীল। অবশেষে বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন তিনি।




Related articles

রানাঘাট সাংগঠনিক জেলার বৈঠকে নিবিড় জনসংযোগে জোর অভিষেকের

রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সেখানে...

শোস স্টপার দেব, তবে রঘু ডাকাতের লুকসে চমক অনির্বাণের

পুজোয় মাত করবে রঘু ডাকাত। টিজার লঞ্চেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেবের (Dev) লুকস থেকে দেবের রঘু ডাকাত...

স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম! উত্তরপাড়া থানায় আত্মসমর্পণ স্বামীর

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায়ের। স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে...

বিজেপির RSS নীতির পাল্টা সংবিধান: উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন সব বিরোধী দলের

সংসদে সংবিধানের সংশোধনের নামে সংবিধান হত্যার খেলায়ে মেতেছে কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। তার পাল্টা সংবিধান রক্ষার লড়াই বিরোধী...
Exit mobile version