Thursday, August 21, 2025

হুমকির জেরে পাঁচদিনের জন্য বন্ধ ঔরঙ্গজেবের সমাধিক্ষেত্র

Date:

এবার নিশানায় মোঘল সম্রাট (Mughal emperor) ঔরঙ্গজেবের সমাধিক্ষেত্র (Aurangzeb’s tomb)। ঐতিহাসিক এই স্থান ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকির জেরে এবার বড় সিদ্ধান্ত নিল ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’ (Archaeological Survey of India)। এএসআই(ASI)-এর তরফ থেকে ইতিমধ্যেই নিরাপত্তার কথা মাথায় রেখে মঙ্গলবার থেকেই ৬ জন পুলিশকর্মীকে সমাধি ক্ষেত্রে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জানা গেছে পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত পাঁচদিনের জন্য সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য মোঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধিক্ষেত্র বিশেষ স্থান। চলতি মাসের শুরুতে ওই সমাধিস্থল দর্শনে আসেন এআইএমআইএম (AIMIM)নেতা আসাদুদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। এরপর থেকেই বিতর্ক দানা বাঁধতে শুরু করে। ওয়েইসির মহারাষ্ট্র সফর ঘিরে সমালোচনা করে শিব সেনা ও রাজ ঠাকরের দল। পাশাপাশি হুমকি দেয় রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS)। এমএনএস নেতা গজানন কালে টুইটারে ক্ষোভ উগরে দেন। শিবাজির ভূমিতে মোঘল শাসকের সমাধিক্ষেত্র থাকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি স্পষ্ট জানান যদি ওই সমাধিস্থল ধ্বংস করে দেওয়া হয়, তাহলে মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারীরা সেখানে আর যাবেন না। তাই অবিলম্বে সমাধিক্ষেত্র ধ্বংস করার কথা বলা হয়। এরপরই উদ্বেগ প্রকাশ করেন উদ্ধব ঠাকরের সরকার। ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’র (ASI) তরফে জানানো হয়েছে যে আউরঙ্গাবাদে খুলদাবাদের ওই স্মৃতিসৌধের নিরাপত্তা আরও বাড়ানোর বন্দোবস্ত করা হয়েছে। সেখানে আপাতত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আগামী পাঁচদিন তা বন্ধ থাকবে। এএসআই আউঙ্গাবাদের সার্কল ইনস্পেক্টর মিলনকুমার চৌবে জানিয়েছেন পুলিশ এবং মসজিদ কর্তৃপক্ষ নিরাপত্তা নিয়ে সন্দিহান হওয়ায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।



Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version