Wednesday, August 20, 2025

চিনা সংস্থাকে ‘বন্দে ভারত’ ট্রেনের চাকা তৈরির বরাত, কেন্দ্রকে তোপ কংগ্রেসের

Date:

আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আবেদন জানাচ্ছেন দেশীয় সংস্থাগুলিকে বরাত দেওয়ার। অথচ সেই মোদি সরকারের স্বপ্নের বন্দে ভারত ট্রেন তৈরির চাকার বরাত দেওয়া হল চিনের (China) সংস্থাকে। তাও আবার এমন একটি সময়ে যখন প্যাংগং লেকে সেতু বানাচ্ছে চিনা সেনা। মোদি সরকারের(Modi Govt) এহেন দ্বিচারিতার বিরুদ্ধে সরব হয়ে উঠল কংগ্রেস(Congress)।

জানা গিয়েছে, গত ৪ এপ্রিল বন্দে ভারত এক্সপ্রেস তৈরির জন্য ৩৯ হাজার চাকার টেন্ডার দেয় রেল। ২ মে চিনের টিজেড (তাইঝং) হংকং ইন্টারন্যাশনাল লিমিটেডকে তার বরাত দেওয়া হয় ১৭০ কোটি টাকায়। এপ্রসঙ্গে বোর্ডের ত্রফে দাবি করা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অন্যান্য দেশ চাকা সরবরাহ করতে পারছে না। যার ফলেই এই বরাত পেয়ে গিয়েছে চিনা সংস্থা। আর এই ইস্যুকে হাতিয়ার করে রীতিমত সরব হয়ে উঠেছে কংগ্রেস। দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, একদিকে চিনের অ্যাপ নিষিদ্ধ করছে সরকার। অন্যদিকে মেড ইন চায়নার বিভিন্ন পণ্য দেশে ঢোকা নিশ্চিত করছে। আজব ছলনা ও দ্বিচারিতা।

আরও পড়ুন:বর্ষায় ঝুঁকি এড়াতে চার মাস পিছোল বউবাজারের ক্ষতিগ্রস্ত অংশের কাজ

তবে চিনের ওই সংস্থা সম্পর্কে আরও জানা যাচ্ছে, এই সংস্থার সঙ্গে সরাসরি যোগ রয়েছে চিন সরকারের। ১৯৫০ সালে এই সংস্থা তৈরি করেছিল চিন সরকার। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে এদিকে চিন যখন লাগাতার ভারতের ভূখণ্ড দখলের চেষ্টা চালাচ্ছে তখন ভারত সরকার কীভাবে চিন সরকারের তৈরি সংস্থার সঙ্গে চুক্তি করে? বিরোধীদের অভিযোগ, এই ধরনের নানা কারণেই চিনের আগ্রাসন নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে পারেন না প্রধানমন্ত্রী বা কেন্দ্র সরকার।




Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version