Saturday, May 3, 2025

২০১৮ সাল থেকে আশায় বুক বাঁধছেন প্রায় ১৩০ কোটি ভারতীয়। ২০২২ এই স্বপ্নপূরণ হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে কিছুটা হলেও নিরাশ হতে হবে দেশবাসীকে। এইবছর মহাকাশ যাত্রা করতে পারবে না ‘গগনযান-২০২২’(Gaganyaan 2022) ।

উল্লেখ্য করোনা পূর্ববর্তী সময়ে ২০১৮ সালে এই ‘গগনযান-২০২২’(Gaganyaan 2022) প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। স্বাধীনতা দিবস পালন কর্মসূচিতে ওই ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ইসরোর (ISRO)তৎকালীন চেয়ারম্যান কে সিভন (K Sivan) জানিয়েছিলেন, তিন জন ভারতীয় মহাকাশচারীকে নিয়ে ২০২২ সালে শ্রীহরিকোটার (Sriharikota)থেকে ওই মহাকাশযান ছাড়া হবে। উৎক্ষেপণের ১৬ মিনিটের মাথায় মহাকাশযানটি ভূপৃষ্ঠ থেকে ৩০০-৪০০ কিলোমিটার দূরত্বে পৌঁছে পৃথিবীকে প্রদক্ষিণ করতে শুরু করবে। এই কাজের জন্য দেশের নিজস্ব জিএসএলভি এম কে-থ্রি রকেট ব্যবহার করা হবে। কিন্তু আজ শুক্রবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে আপাতত মহাকাশচারী নিয়ে মহাকাশে যাচ্ছে না ‘গগনযান-২০২২’(Gaganyaan 2022)।

এর আগেই জানিয়ে ইসরোর তরফে বলা হয়েছিল, বিস্বের চতুর্থ দেশ হিসেবে মহাকাশে গবেষণার উদ্দেশ্যে নভোশ্চর পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছে ভারত। এর আগে রাশিয়া, আমেরিকা ও চিন এই কাজ করে দেখিয়েছে। পৃথিবীকে ঘিরে ‘গগনযান-২০২২’-এর অরবাইটাল মডিউলট পাক খাবে তাতে দু’টি অংশ থাকবে। সার্ভিস মডিউলের সঙ্গে জড়িত ‘ ক্রু মডিউলে’ (Crew Module)থাকবেন মহাকাশচারীরা। দিন সাতেক মহাকাশচারীরা মহাকাশে থাকবেন। এর পর আরব সাগরের উপকূলে কোনও জায়গায় তাঁদের ফেরত আনা হবে। কিন্তু এখন বলা হচ্ছে নিরাপত্তার কারণে আগামী সেপ্টেম্বর এবং নভেম্বরে দু’টি মনুষ্যবিহীন মহাকাশযানকে নিরাপদে ফিরিয়ে আনার পরীক্ষা করার সিদ্ধান্ত হয়েছে।পৃথিবীতে ফেরার পথে ‘হিট শিল্ড’-এ (Heat Shield)সমস্যা হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে আপাতত মহাকাশচারীদের নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হবে না। তাই এই বছরে ভারতীয় মহাকাশচারীদের মহাকাশ পাড়ি দেওয়ার কোনও সম্ভাবনা নেই।



Related articles

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...
Exit mobile version