সিবিআই তদন্ত এড়াতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার দুপুর দুটোয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে শুনানি । হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এর আগে পার্থকে মন্ত্রিত্ব থেকে সরানোর সুপারিশ করেছিল। আদালত সূত্রে জানা গিয়েছে পার্থকে নিয়ে মামলার শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণা হতে পারে দুপুর ২টোয়। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি চলছিল। পার্থকে রক্ষাকবচ দিক আদালত। আদালতে এই আবেদনই জানিয়েছেন পার্থের আইনজীবী। সিবিআইয়ের হেফাজত থেকে রক্ষা পেতেই এই আবেদন। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা এবং মন্ত্রী পদ ছেড়ে দেওয়ার বিষয়টি বাদ দেওয়ার আবেদনও জানান পার্থর আইনজীবী।
