Thursday, August 28, 2025

“অপরাজিত” দেখতে প্রিয়া সিনেমায় সদলবলে হাজির বিমান-সূর্য-সুজনরা

Date:

মুক্তির কয়েকদিনের মধ্যেই বক্স অফিস কাঁপাচ্ছে অনীক দত্ত পরিচালিত জিতু কমল অভিনীত ছবি “অপরাজিত’’। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের আত্মজীবনী নিয়ে তৈরি এই ছবি দেখতে সিনেপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। হলগুলিতে টিকিটের চাহিদাও তুঙ্গে। এবার সেই “অপরাজিত’’ দেখতে সশরীরে সিনেমা হলে হাজির সিপিএমের শীর্ষনেতারা।

অনীক দত্তর ছবি দেখতে আজ, শনিবার বিকেলে দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলে এলেন বর্ষীয়ান বামনেতা বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, কল্লোল মজুমদারদের মতো সিপিএম নেতারা। শুধু তাঁরা নয়, নেতাদের সঙ্গেই প্রিয়াতে ৪.২০ মিনিটের শো-তে “অপরাজিত” দেখতে এলেন প্রায় শ’দেড়েক সিপিএম কর্মী-সমর্থক। মূলত, যাদবপুর অঞ্চলের বাম-ছাত্রযুবদের আবদারে নেতারা সিনেমা দেখতে হলে হাজির। সিপিএম নেতারা আসার আগেই প্রিয়া সিনেমা হলের সামনে চলে আসেন পরিচালক অনীক দত্ত। বিমান-সূর্য-সুজনরা আসায় আপ্লুত অনীক দত্ত।

আরও পড়ুন:রাজ্যের শিক্ষা কমিশনার বদল, দায়িত্বে এলেন অরূপ সেনগুপ্ত

সুজন চক্রবর্তী জানান, দীর্ঘ প্রায় ৭-৮ বছর পর তিনি কোনও সিনেমা দেখতে হলে এলেন। কিন্তু হঠাৎ “অপরাজিত’’ কেন? উত্তরে সিপিএম নেতা বলেন, এই সিনেমা নিয়র অনেক চর্চা চলছে। সত্যজিৎ রায়ের উপর নির্মিত সিনেমা। তাই দেখার বিশেষ আগ্রহ ছিল। তাই সবাই মিলে সময় করে সিনেমা হলে আসা। নন্দনে “অপরাজিত” শো না পাওয়ায় রাজ্য সরকারের কিছুটা সমালোচনাও করেন সুজনবাবু।

অন্যদিকে, “অপরাজিত” দর্শকের পাশাপাশি সমালোচকদেরও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। এদিন সিপিএম নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ দর্শকদের প্রিয়াতে ভিড় জমাতে দেখা গিয়েছে। আগামী ২৭ মে অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে এই ছবিট। লন্ডন এবং টরোন্টোর চলচ্চিত্র উৎসবেও দেখানো হবে অনীক দত্ত পরিচালিত “অপরাজিত”




Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version