Tuesday, August 26, 2025

পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। লাগাতার আন্দোলন করা হয়েছে এই ইস্যুতে। মোদি সরকারের (Central Government) বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। এবার পেট্রোল-ডিজেলের এক্সাইজ ডিউটি (Excise Duty on Fuel) কমানোর ঘোষণা কেন্দ্রের।

আজ শনিবার নিজের টুইটার হ্যান্ডলে জ্বালানির শুল্ক কমানো নিয়ে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। তিনি টুইট করে লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার মানুষের কষ্ট কমাতে বদ্ধপরিকর। তাই সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিছু পদক্ষেপের ঘোষণা করা হল। এরপরই পেট্রোল-ডিজেলের উপর (Fuel Price)এক্সাইজ ডিউটি (Excise Duty on Fuel)কমাবার কথা জানান হয়। পেট্রোলে ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র।

আচমকা কালবৈশাখীতে বিপর্যস্ত জনজীবন! গাছ ভেঙে বিপত্তি, বাতিল উড়ানও

এতদিন পর্যন্ত জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধিকেও ইস্যু করে বারবার সাধারণ মানুষকে সমস্যায় ফেলেছে কেন্দ্রের বিজেপি সরকার। এপ্রিল মাস থেকে পাইকারি এবং খুচরো ব্যবসায় তেলের দাম যেভাবে বেড়েছে তাতে সব থেকে বেশি সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। এক্সাইজ ডিউটি কমায় সাড়ে ৯টাকা দাম কমতে চলেছে পেট্রোলের। পাশাপাশি এক্সাইজ ডিউটি কমায় ৭টাকা দাম কমবে ডিজেলের। উজ্জ্বলা প্রকল্পের গ্যাসে সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকি দেবে কেন্দ্র। শনিবার টুইট করে এমনটাই জানালেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।এদিন তিনি জানিয়েছেন উজ্জ্বলা যোজনার আওতায় থাকা রান্নার গ্যাসে ভর্তুকির পরিমাণ বাড়ানো হচ্ছে। এবার থেকে সিলিন্ডারপ্রতি ২০০ টাকা করে ভর্তুকি মিলবে । বছরে ১২টি সিলিন্ডার পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ৯ কোটি গ্রাহক এই সুবিধা পাবেন।



Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version