Sunday, November 9, 2025

বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র, ১০০দিনের কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য

Date:

এবার থেকে একশো দিনের (100 Days) কর্মীরা বিভিন্ন সরকারির দফতরে কাজ করতে পারবেন- এই মর্মে নির্দেশিকা জারি করল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। কেন্দ্রীয় সরকার (Central Government) একশো দিনের প্রকল্পের বকেয়া টাকা দিচ্ছে না এই নিয়ে কিছুদিন আগেই পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেই তাঁদের অন্য সরকারি দফতরের কাজে নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। তারপরেই এই নতুন নির্দেশিকা। নির্দেশিকা অনুযায়ী, বিভিন্ন দফতরের অধীনস্থ যে প্রকল্পগুলি রয়েছে তাতে কাজ করতে পারবেন ১০০দিনের কাজের শ্রমিকরা। এই দফতরগুলি যে হারে দৈনিক পারিশ্রমিক দেয়, সেই অনুযায়ীই পারিশ্রমিক পাবেন তাঁরা৷ এই প্রকল্পের নোডাল অফিসার হিসেবে দায়িত্বে থাকবেন প্রতিটি জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সরকারের কোন বিভাগে কোন জেলা বা ব্লক বা গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কর্মীরা কী কাজে যুক্ত হবেন, তার জন্য ফরম্যাট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই এই মর্মে জেলাগুলিকে নির্দেশ জারি করেছে রাজ্য পঞ্চায়েত দফতর৷

একশো দিনের কর্মীদের প্রায় ৫ মাস ধরে টাকা দেওয়া যাচ্ছে না কারণ কেন্দ্র বকেয়া অর্থ মেটায়নি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর৷ সেই কারণেই ওই কর্মীদের কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করে রাজ্য সরকার। যাতে ওই প্রকল্পগুলির বরাদ্দ অর্থ থেকেই একশো দিনের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের টাকা দেওয়া যায়৷

আরও পড়ুন- আচমকা কালবৈশাখীতে বিপর্যস্ত জনজীবন! গাছ ভেঙে বিপত্তি, বাতিল উড়ানও

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version