Thursday, November 13, 2025

নিত্যপুজো হোক জ্ঞানবাপী মসজিদে পাওয়া শিবলিঙ্গের, আদালতে আবেদন হিন্দু পক্ষের

Date:

বারাণসী আদালতে জ্ঞানবাপী মসজিদের ভেতরে পাওয়ার শিবলিঙ্গের নিত্য পুজোর আবেদন জানানো হয়েছিল হিন্দুদের পক্ষ থেকে। সোমবার সেই মামলার শুনানি হলো বারাণসী আদালতের অজয় কৃষ্ণ বিশ্বেশের এজলাসে। হিন্দুদের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই মসজিদটি ১৬ শতকে তৈরি হয়েছিল। কিন্তু তার আগে এখানে একটি মন্দির ছিল। সেই মন্দির ভেঙেই মসজিদ নির্মাণ করা হয়েছিল। পাল্টা মুসলিম পক্ষের দাবি হল, ভারতীয় সংবিধান অনুযায়ী ১৯৪৭ সালের ১৫ আগস্টের আগে তৈরি হওয়া উপাসনালয়ের ধর্মীয় চরিত্র অক্ষুন্ন রাখতে হবে। তাতেই মসজিদে হস্তক্ষেপে বাধা দিচ্ছে মুসলিম পক্ষ।

সোমবার বারাণসী আদালতে যে তিনটি পিটিশনের শুনানির কথা ছিল তার মধ্যে দুটি হিন্দু পক্ষের। এবং একটি মসজিদ কমিটির। হিন্দু পক্ষের তরফেই যে আবেদন গুলি জানানো হয় তা হল,

  • জ্ঞানবাপী কমপ্লেক্সে শ্রিংগার গৌরির প্রতিদিনের পুজোর অনুমতি।
  • জ্ঞানবাপী সমজিদের ওয়াজুখানায় পাওয়া শিবলিঙ্গের পুজোর অনুমতি।
  • শিবলিঙ্গের নিচে ঘরের দিকে যাওয়ার পথের ধ্বংসাবশেষের অপসারণ।
  • শিবলিঙ্গের দৈর্ঘ্য ও প্রস্থ জানতি সমীক্ষা।
  • বিকল্প ওয়াজুখানার ব্যবস্থা করা ।

অন্যদিকে মসজিদ কমিটির পিটিশন অনুযায়ী,

  • ওয়াজুখানা সিল করা যাবে না।
  • জ্ঞানবাপী সমীক্ষা বিবেচনা করতে হবে।
  • উপাসনার স্থান আইন ১৯৯১ সালের রেফারেন্স সহ মামলা দায়ের।

এদিকে এই মামলায় সুপ্রিম কোর্টের তরফে শুনানির সময় বেঁধে দিয়ে জানানো হয়েছে, আগামী ৮ সপ্তাহের মধ্যে মামলার শুনানি শেষ করতে হবে। ৪ সপ্তাহের মধ্যে সমীক্ষার কাজ শেষ করতে হবে। পাশাপাশি বারাণসী আদালতে তরফে জানানো হয়েছে অত্যন্ত স্পর্শকাতর এই মামলায় সমস্ত আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আদালতের বাইরেও।




Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version