Sunday, August 24, 2025

Sourav Ganguly: ইডেনে আইপিএলের মহারণ, ভিলেন বৃষ্টি, ‘আমরা তৈরি’, বললেন মহারাজ

Date:

প্রায় দু’বছর পর ইডেনে (Eden) ফিরছে আইপিএলের (IPL) ম‍্যাচ। মঙ্গলবার এবং বুধবার আইপিএলের প্লে-অফের ম‍্যাচের আসর বসতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে। গোটা ইডেন জুড়ে সাজসাজরব। আইপিএলের স্রোতে ভাসছে গোটা শহরবাসী। কিন্তু এরই মধ‍্যে চোখ রাঙাচ্ছে কালবৈশাখী। হাওয়া অফিসে খবর অনুযায়ী আজ এবং আগামীকাল শহর কলকাতা বুকে আচড়ে পরার সম্ভাবনার কালবৈশাখীর। মহারণের দিনেও ভাসতে পারে ক্রিকেটের নন্দনকানন ৷ যদিও সেসব নিয়ে চিন্তিত নয় সিএবি সভাপতি ( CAB President) অভিষেক ডালমিয়া (Abhishek Dalmiya)। তিনি বলেন, “ইডেন তৈরি। ইডেনের যা পরিকাঠামো, তাতে ম্যাচের দিন বৃষ্টি হলে তা থামার একঘণ্টার মধ্যে ফের ম্যাচ শুরু করে দেওয়া যাবে৷”

একই কথা বলতে শোনা গেল বিসিসিআই সভাপতি (BCCI President)সৌরভ গঙ্গোপাধ্যায়ের ( Sourav Ganguly) গলাওতেও। রবিবার তিন দফায় সিএবিতে আসেন তিনি। ঘুরে দেখেন ক্রিকেটের নন্দনকানন। বারবার দেখলেন পিচ। পরে ইডেন ছেড়ে বেরনোর সময় সৌরভকে জিজ্ঞাসা করা হয়, হাওয়া অফিস বলছে মঙ্গলবার বৃষ্টি সম্ভবনা আছে। বৃষ্টি হলে কী হবে? এর উত্তরে বিসিসিআই প্রেসিডেন্ট বলেন,” আমরা তৈরি। বৃষ্টি হলে তো কিছু আর করার নেই।  ইডেন তৈরি। পাঁচ-পাঁচটা সুপার সপার প্রস্তুত করে রাখা আছে। বৃষ্টি থামলে আধঘন্টা বা একঘন্টার মধ‍্যে খেলা শুরু করা যাবে বলে আশা করা যাচ্ছে।”

গত দু’বছর ধরে আইপিএলের উত্তাপে পোড়েনি শহর কলকাতায়। দেখেনি কোহলি বা রাহুলদের ব‍্যাটিং-এর জাদু। করোনা কেড়েকুড়ে নিয়ে গিয়েছিল সমস্ত কিছু। কিন্তু এবার প্রস্তুত শহর কলকাতা। কিন্তু বৃষ্টি ভিলেন যেন আনন্দে জল ঢালতে উকি দিচ্ছে।

আরও পড়ুন:Atk Mohunbagan: মঙ্গলবার মোহনবাগানের মুখোমুখি মাজিয়া স্পোর্টস, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের

 

 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version