Tuesday, November 11, 2025

Sourav Ganguly: ইডেনে আইপিএলের মহারণ, ভিলেন বৃষ্টি, ‘আমরা তৈরি’, বললেন মহারাজ

Date:

প্রায় দু’বছর পর ইডেনে (Eden) ফিরছে আইপিএলের (IPL) ম‍্যাচ। মঙ্গলবার এবং বুধবার আইপিএলের প্লে-অফের ম‍্যাচের আসর বসতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে। গোটা ইডেন জুড়ে সাজসাজরব। আইপিএলের স্রোতে ভাসছে গোটা শহরবাসী। কিন্তু এরই মধ‍্যে চোখ রাঙাচ্ছে কালবৈশাখী। হাওয়া অফিসে খবর অনুযায়ী আজ এবং আগামীকাল শহর কলকাতা বুকে আচড়ে পরার সম্ভাবনার কালবৈশাখীর। মহারণের দিনেও ভাসতে পারে ক্রিকেটের নন্দনকানন ৷ যদিও সেসব নিয়ে চিন্তিত নয় সিএবি সভাপতি ( CAB President) অভিষেক ডালমিয়া (Abhishek Dalmiya)। তিনি বলেন, “ইডেন তৈরি। ইডেনের যা পরিকাঠামো, তাতে ম্যাচের দিন বৃষ্টি হলে তা থামার একঘণ্টার মধ্যে ফের ম্যাচ শুরু করে দেওয়া যাবে৷”

একই কথা বলতে শোনা গেল বিসিসিআই সভাপতি (BCCI President)সৌরভ গঙ্গোপাধ্যায়ের ( Sourav Ganguly) গলাওতেও। রবিবার তিন দফায় সিএবিতে আসেন তিনি। ঘুরে দেখেন ক্রিকেটের নন্দনকানন। বারবার দেখলেন পিচ। পরে ইডেন ছেড়ে বেরনোর সময় সৌরভকে জিজ্ঞাসা করা হয়, হাওয়া অফিস বলছে মঙ্গলবার বৃষ্টি সম্ভবনা আছে। বৃষ্টি হলে কী হবে? এর উত্তরে বিসিসিআই প্রেসিডেন্ট বলেন,” আমরা তৈরি। বৃষ্টি হলে তো কিছু আর করার নেই।  ইডেন তৈরি। পাঁচ-পাঁচটা সুপার সপার প্রস্তুত করে রাখা আছে। বৃষ্টি থামলে আধঘন্টা বা একঘন্টার মধ‍্যে খেলা শুরু করা যাবে বলে আশা করা যাচ্ছে।”

গত দু’বছর ধরে আইপিএলের উত্তাপে পোড়েনি শহর কলকাতায়। দেখেনি কোহলি বা রাহুলদের ব‍্যাটিং-এর জাদু। করোনা কেড়েকুড়ে নিয়ে গিয়েছিল সমস্ত কিছু। কিন্তু এবার প্রস্তুত শহর কলকাতা। কিন্তু বৃষ্টি ভিলেন যেন আনন্দে জল ঢালতে উকি দিচ্ছে।

আরও পড়ুন:Atk Mohunbagan: মঙ্গলবার মোহনবাগানের মুখোমুখি মাজিয়া স্পোর্টস, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের

 

 

Related articles

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...
Exit mobile version