প্রায় ৮ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর CBI দফতর ছাড়লেন পার্থ চট্টোপাধ্যায়

শিক্ষক নিয়োগে(SSC) দুর্নীতি মামলায় প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দপ্তর থেকে বের হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। এদিন সকাল ১০ টা ৪৫ মিনিটে নিজাম প্যালেসের ১৪ তলায় পৌঁছন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই দপ্তর(CBI) উপস্থিত ছিলেন এক ঝাঁক আধিকারিক। প্রথম দফায় ম্যারাথন জেরা করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এরপর দেওয়া হয় এক ঘণ্টা বিরতি। তারপর ফের চলে জিজ্ঞাসাবাদ। নায়ক জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিট নাগাদ নাগাদ নিজাম প্যালেস থেকে বেরিয়ে আসেন মন্ত্রী।

উল্লেখ্য, আদালতের নির্দেশে এসএসসি দুর্নীতির শিকড় খুঁজতে তৎপর সিবিআই। সূত্রের খবর, এ দিন শুধু নিজাম প্যালেসে উপস্থিত আধিকারিকরাই নয়, দিল্লি থেকেও উচ্চপদস্থ সিবিআই কর্তারা ছিলেন ভিডিয়ো কলে। তাঁদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছে পার্থকে। অন্যদিকে, SSC দুর্নীতি মামলায় নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। কিন্তু সেই আবেদনে ত্রুটি থাকায়  আবেদন ফিরিয়েছে শীর্ষ আদালত। আবেদন ত্রুটিমুক্ত করে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আইনজীবীরা সংশোধিত আবেদন জমা দিলে শীর্ষ আদালতে গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে।




Previous articleবিয়ের আগের মাসেই মায়ের সঙ্গে প্রাণ হারালেন পাত্রী, শোকস্তব্ধ উদয়নারায়ণপুর
Next articleসিবিআই দফতরে নথি জমা অনুব্রতর, ফের তলব শুক্রবার