Tuesday, January 13, 2026

জননেতা নন, উনি শুধু মেদিনীপুরের নেতা: শুভেন্দুকে একহাত নিলেন দিলীপ

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে রাজ্য বিজেপির(BJP) হাল ততই শোচনীয় হয়ে উঠছে। এহেন পরিস্থিতিতে রাজ্য বিজেপির বর্তমান নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। আলাদা করে শুভেন্দু অধিকারীকে(Shuvendu Adhikari) তোপ দেগে তিনি জানালেন, “শুভেন্দু কোনও জননেতা নন, শুধু মেদিনীপুরের নেতা।” দিলীপের নিশানা থেকে বাদ গেলেন না বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) ও সৌমিত্র খাঁ-রা(Soumitra Khan)।

তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীকে দলের একাংশের তরফে ‘জননেতা’ বলে প্রচার চালানোর যে চেষ্টা চলছে তাকে ফুঁৎকারে উড়িয়ে সংবাদমাধ্যমকে দিলীপ বলেন, জননেতা হলে শুভেন্দু বিরোধী দলনেতা হওয়ার পরও বাংলায় বিজেপি আরও দুর্বল হচ্ছে কেন? মেদিনীপুরে বিরোধী দলনেতার জনপ্রিয়তা থাকলেও অন্য জেলায় সেভাবে নেই। সূত্রের খবর, বিজেপির দিল্লি নেতৃত্বের শুভেন্দু সম্পর্কে যে ভ্রান্ত ইমেজ তৈরি হয়েছে সেটাকে ভেঙে দিতে শুভেন্দুর দায়িত্বপ্রাপ্ত নির্বাচনগুলিতে ভোটের ফলাফলকে হাতিয়ার করেছেন দিলীপ। এবং নাড্ডা শাহদের কাছে এ বিষয়ে তিনি রিপোর্ট করতে চলেছেন বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুন:নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়

শুভেন্দুর পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকেও একহাত নিতে ছাড়েননি প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বলেন, “সুকান্ত ভাল মানুষ হলেও চোখে চোখ রেখে কথা বলতে পারেন না। আমি চোখে চোখ রেখে কথা বলতাম। তাই লোকসভা ভোটে ফল ভাল হয়েছিল। সংগঠনও শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছিল। এখন সংগঠন দিন কে দিন দুর্বল হচ্ছে।” শুধু তাই নয়, অর্জুন সিং-এর মত আরো একাধিক নেতা যে বিজেপি ছাড়তে পারেন এদিন সে ইঙ্গিতও দেন দিলীপ ঘোষ। পাশাপাশি জঙ্গলমহল নিয়ে বিজেপির আরেক সংসদ সৌমিত্র খাঁ যে দাবি করেছেন সেই বক্তব্য বিজেপির সমর্থন করে না বলেও জানান তিনি।

এছাড়াও দিলীপ ঘোষের আক্রমণের নিশানা ছিলেন বিজেপির নেতা অনুপম হাজরাও। তাঁকে রীতিমত কটাক্ষ করে দিলীপ বলেন, “উনি একজন ‘জনভিত্তিহীন’ ও ‘সোশ্যাল মিডিয়া সর্বস্ব’ নেতা। এই ধরনের নেতারা আন্দোলন করেন না। কোনও জনভিত্তি নেই। শুধু সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভাসিয়ে রাখেন।”




spot_img

Related articles

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...

T20 WC: ভারতের নিরাপত্তা নিয়ে ভিত্তিহীন প্রচার, বাংলাদেশের দাবি খারিজ করল আইসিসি

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) যত এগিয়ে আসছে ততই  বিতর্ক বাড়ছে  বাংলাদেশকে (Bangladesh) নিয়ে। সোমবার সারা দিন সরগরম...

নৃতাল ছন্দ ডান্স সেন্টার: বেলঘরিয়ায় উৎসব! নৃত্যের ছন্দে তিন দশকের পথচলা

জীবনের প্রতিটি বাঁকে যেমন ছন্দ লুকিয়ে থাকে, তেমনই নাচ-গান-কবিতা-নাটকের পথে সেই ছন্দকে আঁকড়ে ধরে তিন দশক পার করল...

কবে আবার Gym look পোস্ট? দিন জানালেন অভিষেক

ছিপছিপে চেহারা। অসম্ভব ফিটনেস। একটানা গাড়ির উপর দাঁড়িয়ে করতে পারেন র‍্যালি। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সব অর্থেই...