অভিযোগের পরও নিষ্ক্রিয় যোগীর পুলিশ, থানার সামনে গায়ে আগুন দিলো ধর্ষিতা

বারবার অভিযোগ জানানোর পরও পুলিশের(Police) তরফ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় থানার সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা(Attempt to suicide) করল ধর্ষিতা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(UttarPradesh) বাগপত জেলায়। চাঞ্চল্যকর এই ঘটনার পর তড়িঘড়ি ওই মহিলাকে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যান থানার পুলিশ কর্মীরা। কিন্তু পরিস্থিতি গুরুতর হওয়ায় পরে মেরঠ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা ওই মহিলার দাবি, কৈরানা গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে লাগাতার নির্যাতন পণের দাবিতে মারধর ও শ্বশুরবাড়ির লোকজন ধর্ষণ করে তাঁকে। এই ঘটনায় থানায় অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি। বরং ওই মহিলার শ্বশুরবাড়ি তরফে মহিলার পরিবারের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপের অভিযোগের ভিত্তিতে পুলিশ তার বাড়ির সদস্যদের গ্রেফতার করে। জারজের এই থানার সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই নির্যাতিতা। এই ঘটনার পর পুলিশের তরফে ফের ওই মহিলা ও তার বাড়ির ৮ সদস্যের বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টা ও আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছে।




Previous articleপুলিশি তল্লাশিতে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র-গুলি-সহ মাদক, গ্রেফতার ৫
Next articleশোকস্তব্ধ সুলতানপুর : দুর্ঘটনায় নিহতদের চোখের জলে শেষ বিদায় বিধায়ক থেকে স্থানীয়দের