Wednesday, November 5, 2025

সংসদীয় কমিটির গোপন নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই: বিস্ফোরক অভিযোগ কার্তির, চিঠি স্পিকারকে

Date:

তল্লাশির নামে গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির গোপন নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই (CBI)। বিস্ফোরক অভিযোগ কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরমের (Karti Chidambaram)। পাশাপাশি, তাঁর ব্যক্তিগত অতি সংবেদনশীল নথিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাজেয়াপ্ত করেছে বলে অভিযোগ। সিবিআই তল্লাশি ‘অনৈতিক, বেআইনি’- বলে লোকসভার স্পিকারের কাছে চিঠি লিখলেন তিনি।

বৃহস্পতিবার, বেআইনি ভিসা মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর শুক্রবারও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের (P Chidambaram) পুত্রকে জেরা করছে সিবিআই। এদিন সিবিআই দফতরে ঢোকার আগে কংগ্রেস সাংসদ মন্তব্য করেন, তলব করাটা সিবিআইয়ের অধিকার। আর হাজিরা দেওয়া তাঁর কর্তব্য। তবে হাজিরা দেওয়ার আগেই লোকসভার স্পিকারকে বিস্ফোরক অভিযোগ করে চিঠি লেখেন কার্তি।

 

 

কার্তির অভিযোগ, যেভাবে বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই, সেটা পুরোপুরি বেআইনি। তল্লাশি চলাকালীন তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটির গুরুত্বপূর্ণ এবং কিছু গোপন নথি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই নথিগুলি প্রকাশ হওয়া উচিত নয়। সংসদীয় কমিটিকে নিজের হাতে লিখে তিনি যে তথ্য দিয়েছেন, সেগুলিও নিয়ম বিরুদ্ধেভাবে বাজেয়াপ্ত করা হয়েছে বলে অভিযোগ। কংগ্রেস (Congress) নেতার বক্তব্য, আমি সিবিআইয়ের বেআইনি এবং অসাংবিধানিক কাজের শিকার হচ্ছি। ১১ বছর আগে ভারত সরকারের নেওয়া একটি সিদ্ধান্তের জন্য আমার বাড়িতে তল্লাশি করা হচ্ছে।”

তাঁর অভিযোগ, তল্লাশির নামে তাঁর কাছ থেকে সিবিআই গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির গোপন নথি বাজেয়াপ্ত করেছে। শুধু তাই নয়, সংসদীয় কমিটিকে নিজের হাতে লিখে যে তথ্যগুলি দিয়েছেন, সেগুলিও নিয়ম বিরুদ্ধেভাবে বাজেয়াপ্ত করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেস নেতার। তিনি সিবিআইয়ের বেআইনি এবং অসাংবিধানিক কাজের শিকার বলেও তোপ দেগেছেন কার্তি।

৫০ লক্ষ টাকার বিনিময়ে ২৫০ জন চিনা নাগরিককে বেআইনিভাবে ভিসা পাইয়ে দেওয়ার অভিযোগে কার্তি চিদম্বরমের দিল্লি, মুম্বই, চেন্নাই ও তামিলনাড়ুর বাড়ি ও কার্যালয়ে তল্লাশি চালিয়েছে সিবিআই।



Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version