Wednesday, December 17, 2025

দুর্ভোগে রেল পরিষেবা। ব্যান্ডেলে (Bandel Station) চলছে ইন্টারলকিং-এর কাজ। ৭২ ঘণ্টার জন্য বন্ধ স্টেশন। যাত্রী দুর্ভোগের আশঙ্কায় রেল(Rail)। এর মাঝেই অলইন্ডিয়া স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশনের(All India Station Masters Association) কর্মবিরতির ঘোষণায় কার্যত চাপে পড়ে যায় রেল। চলতি মাসের ৩১মে স্টেশন মাস্টারদের (Station Master) দেশব্যাপী কর্মবিরতির ঘোষণায় রেল পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। এবার সেই সমস্যার সমাধান সূত্র মিলেছে বলে জানা যাচ্ছে। আগামী ৩০ তারিখ অলইন্ডিয়া স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশনের (All India Station Masters Association) সঙ্গে আলোচনায় বসতে চলেছে রেল কর্তৃপক্ষ (Indian railways) বলেই সূত্রের খবর।

এর আগে স্টেশন মাস্টারদের তরফে দাবি করা হয় যে দেশের অর্ধেকেরও বেশি স্টেশনে মাত্র ২ জন করে স্টেশন মাস্টার রয়েছে। রেলের নিয়ম অনুযায়ী তাঁদের শিফট মাত্র ৮ ঘণ্টা। সেইমতো ২৪ ঘণ্টার হিসেবে ৩ জনের কাজ করার কথা। কিন্তু ২ জন লোক থাকায়, সেই স্টেশন মাস্টারদের ১২ ঘণ্টা করে প্রতিদিন ডিউটি করতে হচ্ছে। মানে অতিরিক্ত চার ঘণ্টা করে কাজ করতে হচ্ছে নিয়মিত। এছাড়া যেদিন এক স্টেশন মাস্টারের (Station Master) সাপ্তাহিক ছুটি থাকে, সেদিন অন্য স্টেশন থেকে কোনও কর্মচারীকে ডাকা হয়। এত কম লোক থাকায় ছুটি নেওয়ার ক্ষেত্রেও সমস্যা হয়ে যাচ্ছে। তাঁদের অভিযোগ, ২০২০ সাল থেকে কেন্দ্রের কাছে শূন্য পদে কর্মী নিয়োগ, রেলে বেসরকারিকরণ বন্ধ, নাইট ডিউটির ভাতা চালুসহ একাধিক দাবি-দাওয়া পেশ করা হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই কথার কর্ণপাত করেনি। এবার সরকারের টনক নড়াতে কর্মবিরতির পথে যাওয়ার সিদ্ধান্ত নেয় প্রায় ৩৫ হাজারের বেশি স্টেশনমাস্টার। এই নিয়ে বিরোধীরা সুর চড়িয়েছে কেন্দ্রের বিরুদ্ধে। তবে এবার সমঝতার পথে হাঁটতে চলেছে রেল বলেই মনে করা হচ্ছে। আগামি ৩০ তারিখ রেল এবং স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা হওয়ার কথা। সেক্ষেত্রে কোনও সমাধান সূত্র বেরোয় কিনা এখন সেটাই দেখার।



Related articles

যুবভারতী স্টেডিয়ামে SIT, শামিমরা ঘুরে দেখলেন ঘটনাস্থল

ঘটনাস্থল পরিদর্শন করল যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার তদন্তে গড়া চার সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)। মঙ্গলবারই রাজ্য পুলিশের (State...

ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’ পেলেন মোদি

ইথিওপিয়ায় সম্মানিত ভারতের প্রধানমন্ত্রী (Narendra Modi)। দুই দেশের সম্পর্ক মজবুত করতে নরেন্দ্র মোদির ভূমিকাকে সম্মান জানিয়ে তাঁকে বিশ্বের...

দূষণের জের: বাড়ছে উড়ান বাতিলের সংখ্যা, দিল্লিতে ৫০% ওয়ার্ক-ফ্রম হোমের নির্দেশ

দূষণ কমার লক্ষ্ণণই নেই। নিয়মের পর নিয়ম আরোপ করেই দিল্লির রেখা গুপ্তা প্রশাসন দূষণ নিয়ন্ত্রণে চরম ব্যর্থ। তার...

‘ধুরন্ধর’ ব্যবসায় বারো দিনে ৫০০ কোটির দোরগোড়ায় অক্ষয় – রণবীরের নতুন ছবি!

সিনেমা মুক্তি পেয়েছে মাত্র দুসপ্তাহও হয়নি, অথচ বক্সঅফিস কালেকশনে (Box office collection) বলিউড তাবড় তাবড় অভিনেতা ও প্রযোজনা...
Exit mobile version