Friday, August 22, 2025

দুর্ভোগে রেল পরিষেবা। ব্যান্ডেলে (Bandel Station) চলছে ইন্টারলকিং-এর কাজ। ৭২ ঘণ্টার জন্য বন্ধ স্টেশন। যাত্রী দুর্ভোগের আশঙ্কায় রেল(Rail)। এর মাঝেই অলইন্ডিয়া স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশনের(All India Station Masters Association) কর্মবিরতির ঘোষণায় কার্যত চাপে পড়ে যায় রেল। চলতি মাসের ৩১মে স্টেশন মাস্টারদের (Station Master) দেশব্যাপী কর্মবিরতির ঘোষণায় রেল পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। এবার সেই সমস্যার সমাধান সূত্র মিলেছে বলে জানা যাচ্ছে। আগামী ৩০ তারিখ অলইন্ডিয়া স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশনের (All India Station Masters Association) সঙ্গে আলোচনায় বসতে চলেছে রেল কর্তৃপক্ষ (Indian railways) বলেই সূত্রের খবর।

এর আগে স্টেশন মাস্টারদের তরফে দাবি করা হয় যে দেশের অর্ধেকেরও বেশি স্টেশনে মাত্র ২ জন করে স্টেশন মাস্টার রয়েছে। রেলের নিয়ম অনুযায়ী তাঁদের শিফট মাত্র ৮ ঘণ্টা। সেইমতো ২৪ ঘণ্টার হিসেবে ৩ জনের কাজ করার কথা। কিন্তু ২ জন লোক থাকায়, সেই স্টেশন মাস্টারদের ১২ ঘণ্টা করে প্রতিদিন ডিউটি করতে হচ্ছে। মানে অতিরিক্ত চার ঘণ্টা করে কাজ করতে হচ্ছে নিয়মিত। এছাড়া যেদিন এক স্টেশন মাস্টারের (Station Master) সাপ্তাহিক ছুটি থাকে, সেদিন অন্য স্টেশন থেকে কোনও কর্মচারীকে ডাকা হয়। এত কম লোক থাকায় ছুটি নেওয়ার ক্ষেত্রেও সমস্যা হয়ে যাচ্ছে। তাঁদের অভিযোগ, ২০২০ সাল থেকে কেন্দ্রের কাছে শূন্য পদে কর্মী নিয়োগ, রেলে বেসরকারিকরণ বন্ধ, নাইট ডিউটির ভাতা চালুসহ একাধিক দাবি-দাওয়া পেশ করা হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই কথার কর্ণপাত করেনি। এবার সরকারের টনক নড়াতে কর্মবিরতির পথে যাওয়ার সিদ্ধান্ত নেয় প্রায় ৩৫ হাজারের বেশি স্টেশনমাস্টার। এই নিয়ে বিরোধীরা সুর চড়িয়েছে কেন্দ্রের বিরুদ্ধে। তবে এবার সমঝতার পথে হাঁটতে চলেছে রেল বলেই মনে করা হচ্ছে। আগামি ৩০ তারিখ রেল এবং স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা হওয়ার কথা। সেক্ষেত্রে কোনও সমাধান সূত্র বেরোয় কিনা এখন সেটাই দেখার।



Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version