Wednesday, November 5, 2025

সুইসাইড নোটে শেষকৃত্যর আবেদন প্রশাসনকে! সল্টলেকে উদ্ধার মা -মেয়ের দেহ

Date:

ফের বাড়ি থেকে উদ্ধার হল মা এবং মেয়ের মৃতদেহ (Deadbody)। মা ও মেয়ের এই রহস্যমৃত্যু নিয়ে স্তব্ধ প্রতিবেশীরা। কেউ ভাবতে পারছেন না কেন এমন হল। প্রাথমিকভাবে অনুমান, কীটনাশক(Pesticides)খেয়ে আত্মহত্যা করেছেন তাঁরা। যদিও এখনও বিষয়টা স্পষ্ট নয়। দেহ দুটি ময়নাতদন্তে (Post Mortem)পাঠিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সল্টলেকে(Saltlake)।

জানা গিয়েছে, সল্টলেকের সিডি ব্লকের ১৭৪ নম্বর বাড়িতে পাওয়া গেল মা সুপর্ণা ঘোষ(Suparna ghosh) এবং মেয়ে স্নেহা ঘোষের(Sneha Ghosh)নিথর দেহ। সুপর্ণাদেবী ও তাঁর মেয়ে স্নেহা এবং গৃহকর্তা স্নেহার বাবা আশিস ঘোষ(Asish Ghosh)থাকতেন এই বাড়িতে। একমাস আগে মারা গিয়েছেন আশিস ঘোষ। মেয়ে বিবাহবিচ্ছেদের পর বহু আগে থেকেই বাবা-মায়ের সঙ্গে থাকতেন।

কিছুদিন ধরে বিশেষ দেখতে পাওয়া যাচ্ছিল না তাঁদের। প্রতিবেশীদের সঙ্গে ভালই সম্পর্ক ছিল।হয়তো মানসিক অবসাদে(Depression)ভুগছিলেন দু’জনেই যা বাইরে থেকে বুঝতে পারেন নি কেউ।এই পরিস্থিতিতে শুক্রবার সকালে সুপর্ণাদেবীর বাড়ির তিনতলা থেকে হু হু করে জল বেরতে দেখেন স্থানীয়রা।তখন তাঁরা সুপর্ণাদেবীদের ডাকাডাকি করেন কিন্তু সাড়া মেলেনি। এরপরই খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলরকে।

খবর পেয়েই পুলিশ সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান কাউন্সিলর। দরজা ভেঙে ঘরে ঢুকেই চমকে যান তাঁরা। স্নেহার দেহ বিছানায় এবং সুপর্ণার দেহ ঘরের মেঝেতে পড়েছিল।পাশেই পাওয়া গেছে বিষের শিশি। পুলিশ সূত্রের খবর স্বামী আশিস ঘোষের ছবির সামনে রাখা ছিল ২০ হাজার টাকা, যাবতীয় পরিচয় পত্র এবং সুইসাইড নোট। সেই সুইসাইড নোটে প্রতিবেশীদের ধন্যবাদ জানিয়েছেন তাঁরা এবং প্রশাসনের উদ্যোগেই শেষকৃত্য সম্পন্ন করার আবেদন করে গেছেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মৃতদের প্রতিবেশীরা। শুরু করা হয়েছে তদন্ত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চূড়ান্ত অবসাদ থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে মা ও মেয়ে।

আরও পড়ুন:GTA নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ, একনজরে ভোট প্রক্রিয়ার দিনক্ষণ

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version