Monday, May 12, 2025

আধার কার্ড নিয়ে নয়া নির্দেশিকা জারি করেও প্রত্যাহার কেন্দ্রের

Date:

আধার কার্ডের(Aadhar card) জেরক্স নয়, কেবলমাত্র ‘মাস্কড’ আধার ব্যবহারের পরামর্শ দিয়ে গত ২৭ মে নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। এরপরই আধার কার্ডের তথ্য চুরির আশঙ্কায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রবিবার আরও একটি বিবৃতি জারি করে সেই নির্দেশিকা প্রত্যাহার করে নিল সরকার। কেন্দ্রের(Central) তরফে জানানো হয়েছে, পূর্বের নির্দেশিকার ভুল ব্যাখ্যা করা হতে পারে যার জেরেই তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

গত ২৭ মে কেন্দ্রের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছিল তাতে বলা হয়, কেউ যেন আধারের জেরক্স কোনও সংস্থার সঙ্গে শেয়ার না করেন। এটির অপব্যবহার হতে পারে। পরিবর্তে মাস্কড আধার ব্যবহার করা যাবে, যেটিতে স্রেফ আধার নম্বরের শেষ চারটি সংখ্যা দেখা যায়। প্রসঙ্গত, এর আগে মোদি সরকারের তরফেই বহু জায়গায় আধার কার্ডের জেরক্স কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তারই উল্টো সুর শোনা যায় ২৭ তারিখের নির্দেশিকায়। বলা হয়, হোটেল কিংবা সিনেমা হলের মতো সংস্থা যাদের লাইসেন্স নেই, তারা আধার কার্ড জমা রাখতে পারবে না। প্রত্যেক নাগরিককে বলা হয়েছে, তাঁরা যেন নিশ্চিত করে নেন যে সংস্থার সঙ্গে আধার শেয়ার করছেন, তারা UIDAI থেকে লাইসেন্স প্রাপ্ত কিনা।

আরও পড়ুন:পড়াশুনো শুরু ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের, কথা রাখলেন ‘দিদি’

এর পাশাপাশি বলা হয়, কোনও সাইবার ক্যাফে থেকে আধার কার্ড ডাউনলোড না করার জন্য। আর যদি নিতান্তই তা করা হয়ে থাকে, সে ক্ষেত্রে সাইবার ক্যাফে ছাড়ার আগে কম্পিউটার থেকে সেভ করা কপি অবশ্যই যেন ডিলিট করা হয়। তবে কেন্দ্রের এই নির্দেশিকায় তথ্য চুরির আতঙ্ক ছড়াতেই তা প্রত্যাহার করে নিল সরকার।




Related articles

সচিনের এলিট ক্লাবে প্রবেশের স্বপ্ন অধরাই বিরাট কোহলির

স্বপ্নটা অধরা রেখেই টেস্ট অবসরটা নিতে হল বিরাট কোহলিকে(Virat Kohli)। ৭৭০ রান আর বাকি ছিল। কিন্তু বিরাটকে থেমে...

৯৩ হাজার বন্দুক দিক ভারত, পাকিস্তানকে গুঁড়িয়ে দেব: ভিডিও বার্তায় আর্জি BLA-র

ঘরে-বাইরে নাস্তানাবুদ পাকিস্তান। ভারতে হামলা চালিয়ে প্রত্যাঘাত পেয়েছে পাক সেনা। আর ঘরে বালুচিস্তান লিবারেশন আর্মির বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা...

গম্ভীর-বিবাদেই বিরাট সিদ্ধান্ত!

রোহিত শর্মার(Rohit Sharma) পর এবার টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিলেন বিরাট কোহলি(Virat Kohli)। গোটা ক্রিকেট বিশ্ব যেমন হতবাক,...

ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের 

ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার অন্তর্গত পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের ধাড়াপাড়া...
Exit mobile version