Monday, August 25, 2025

কার্যত এই প্রথম আন্তর্জাতিক মঞ্চে  প্রকাশ্যে সন্ত্রাসবাদীদের বিরোধিতায় ভারতকে সমর্থন করল চিন। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হোক সন্ত্রাসবাদী সংগঠনগুলির সমস্ত  ঘাঁটি। সন্ত্রাসবাদ রোধে কার্যকরী পদক্ষেপ করা হোক। এই ভাষাতেই ভারতের সুরে সুরে মেলাল চিন। সম্প্রতি তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে চতুর্থ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল।  এই বৈঠকে  অংশ নিয়েছিল ভারত, চিন, রাশিয়া, ইরান, কাজাখস্তান, উজবেকিস্তান, তাজাকিস্তান  ছাড়াও এশিয়ার কয়েকটি দেশ। মূলত বিশ্বজুড়ে সন্ত্রাসবাদীদের কার্যকলাপ বৃদ্ধি নিয়ে এই বৈঠকে আলোচনা হয়।  বৈঠকে সন্ত্রাসবাদ রুখতে প্রতিটি দেশকেই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার বার্তা দেওয়া হয়েছে।

এই মঞ্চেই ভারতকে মুক্ত কণ্ঠে সমর্থন জানিয়েছে চিন। ভারত, চিন সহ একাধিক দেশ একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের  ভূমিকে ব্যবহার করে সেখানে সন্ত্রাসবাদী  কার্যকলাপ  চালাচ্ছে কিছু আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। অভিযোগ,  আফগান সরকার গোপনে  তাদের আশ্রয়দান, প্রশিক্ষণ, পরিকল্পনা এমনকী অর্থ সাহায্যও করছে। যদিও আফগানিস্তান এই অভিযোগ পুরোপুরি  অস্বীকার করেছে।  আফগান সরকারেরে দাবি, তারা ২০২০ সালের দোহা চুক্তি মেনে কাজ করে চলেছে। আফগান মাটিকে ব্যবহার করে কোনও প্রতিবেশী দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ যাতে না হয়, সে ব্যাপারে আফগান সরকার সদাই সচেষ্ট।

Related articles

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...
Exit mobile version