Saturday, November 8, 2025

নির্ধারিত সময়ের তিনদিন আগেই বর্ষা চলে এল।  রবিবার মৌসম ভবন সরকারিভাবে  ঘোষণা করে জানিয়ে দিয়েছে কেরলে বর্ষা চলে এসেছে। বাংলায় হয়তো আর  মাত্র এক সপ্তাহের অপেক্ষা। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী,  সাধারণত জুন মাসের ১ তারিখকেই ভারতে বর্ষার আগমণের  দিন হিসেবে গণ্য করা হয়। কিন্তু ব্যতিক্রম ঘটল এবার। তিনদিন আগেই , ২৯ মে চলে এল বর্ষা। এর আগে ২০১৮ সালেও একই ঘটনা ঘটেছিল।  ২৯ মে বর্ষা ঢুকেছিল দেশে।

তাহলে বাংলায় বর্ষা আসবে কবে? মৌসম ভবনের পূর্বাভাস, আর  হয়তো মাত্র সাতদিনের অপেক্ষা। বাংলায় বর্যা সাধারণত  উত্তরবঙ্গ হয়ে ঢোকে। বর্ষা  প্রথম আসে উত্তরবঙ্গে। তারপর দক্ষিণে । কেরলে ১ জুন এলে সেই হিসাব অনুযায়ী সাধারণত জুনের ৮ থেকে ১০ তারিখের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা  চলে আসে। কিন্তু যেহেতু এ বছর কেরলে তিন দিন আগেই বর্ষা চলে এসেছে তাই  উত্তরবঙ্গেও সময়ের আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর চলে আসাার সম্ভাবনা প্রবল।

তবে প্রতি বছরই  যে একেবারে সঠিক  দিন ক্ষণ মেনে বর্ষা ঢোকে তা নয়। বঙ্গোপসাগরের উপরে থাকা জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর খেয়াল খুশির উপর নির্ভর করে পুরোটাই। মৌসম ভবন জানিয়েছে, গত ১০ বছরে ১ জুন দেশে বর্ষা ঢুকেছে মাত্র দু’বার।  মে মাসে অর্থাৎ আগাম  বর্ষা চলে এসেছিল ২০১৭ এবং ২০১৮ সালে। প্রায় এক সপ্তাহ দেরি করে বর্ষা এসেছিল ২০১৪, ২০১৫, ২০১৬ এবং ২০১৯ সালে ।

 

Related articles

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...
Exit mobile version