Saturday, August 23, 2025

নির্ধারিত সময়ের তিনদিন আগেই বর্ষা চলে এল।  রবিবার মৌসম ভবন সরকারিভাবে  ঘোষণা করে জানিয়ে দিয়েছে কেরলে বর্ষা চলে এসেছে। বাংলায় হয়তো আর  মাত্র এক সপ্তাহের অপেক্ষা। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী,  সাধারণত জুন মাসের ১ তারিখকেই ভারতে বর্ষার আগমণের  দিন হিসেবে গণ্য করা হয়। কিন্তু ব্যতিক্রম ঘটল এবার। তিনদিন আগেই , ২৯ মে চলে এল বর্ষা। এর আগে ২০১৮ সালেও একই ঘটনা ঘটেছিল।  ২৯ মে বর্ষা ঢুকেছিল দেশে।

তাহলে বাংলায় বর্ষা আসবে কবে? মৌসম ভবনের পূর্বাভাস, আর  হয়তো মাত্র সাতদিনের অপেক্ষা। বাংলায় বর্যা সাধারণত  উত্তরবঙ্গ হয়ে ঢোকে। বর্ষা  প্রথম আসে উত্তরবঙ্গে। তারপর দক্ষিণে । কেরলে ১ জুন এলে সেই হিসাব অনুযায়ী সাধারণত জুনের ৮ থেকে ১০ তারিখের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা  চলে আসে। কিন্তু যেহেতু এ বছর কেরলে তিন দিন আগেই বর্ষা চলে এসেছে তাই  উত্তরবঙ্গেও সময়ের আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর চলে আসাার সম্ভাবনা প্রবল।

তবে প্রতি বছরই  যে একেবারে সঠিক  দিন ক্ষণ মেনে বর্ষা ঢোকে তা নয়। বঙ্গোপসাগরের উপরে থাকা জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর খেয়াল খুশির উপর নির্ভর করে পুরোটাই। মৌসম ভবন জানিয়েছে, গত ১০ বছরে ১ জুন দেশে বর্ষা ঢুকেছে মাত্র দু’বার।  মে মাসে অর্থাৎ আগাম  বর্ষা চলে এসেছিল ২০১৭ এবং ২০১৮ সালে। প্রায় এক সপ্তাহ দেরি করে বর্ষা এসেছিল ২০১৪, ২০১৫, ২০১৬ এবং ২০১৯ সালে ।

 

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version