Sunday, November 9, 2025

Jos Buttler: কমলা টুপির পাশাপাশি আর কী কী পুরস্কার পেলেন বাটলার? চলুন একনজরে দেখেনি

Date:

২০২২ আইপিএলে ( 2022 IPL) কমলা টুপির মালিক হয়েছেন রাজস্থান রয়‍্যালসের (Rajasthan Royals) ব‍্যাটার জস বাটলার (Jos Buttler)। এবারের আইপিএলে ১৭ ম্যাচে ৮৬৩ রান করেছেন তিনি। করেছেন চারটি শতরান। এক আইপিএলে শতরানের নিরিখে আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ( Virat Kohli) নজির ছুঁয়েছেন বাটলার। সর্বোচ্চ রান ১১৬। প্রতিযোগিতায় তাঁর গড় ৫৮৯২। স্ট্রাইক রেট ১৫১৩৭। চারটি শতরানের সঙ্গে সমসংখ্যক অর্ধশতরানও রয়েছে রাজস্থানের এই ক্রিকেটারের। প্রতিযোগিতায় মোট ৭৮টি চার ও ৪৫টি ছক্কা মেরেছেন তিনি। তবে চলতি আইপিএলে কমলা টুপির মালিক হলেও, ভাঙতে পারেননি বিরাট কোহলির রেকর্ড। আইপিএলের এক মরশুমে সর্বাধিক রানের তালিকায় এখনও পর্যন্ত শীর্ষে রয়েছেন কোহলি। ২০১৬ সালের আইপিএলে ১৬ ম্যাচে ৯৭৩ রান করে কমলা টুপির মালিক হন তিনি।

২০২২ আইপিএলে সর্বোচ্চ রানের নিরিখে বাটলারের পরে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল। ১৫ ম্যাচে ৬১৬ রান করেছেন রাহুল। গড় ৫১.৩৩। স্ট্রাইক রেট ১৩৫.৩৮।

আইপিএলে কমলা টুপির পাশাপাশি আরও অনেক পুরস্কার জিতে নেন বাটলার। পুরস্কার বাবদ মোট ৬০ লক্ষ টাকা পেয়েছেন বাটলার। একনজরে পুরস্কারের তালিকা।

প্রতিযোগিতার সেরা: এবারের আইপিএলের সেরা ক্রিকেটার নির্বাচিত হন বাটলার। তাই পুরস্কার বাবদ পান ১০ লক্ষ টাকা।

সব থেকে বেশি ছয়: এবারের আইপিএলে সব থেকে বেশি ৪৫টি ছক্কা মেরেছেন বাটলার। তাই পুরস্কার বাবদ ১০ লক্ষ টাকা পেয়েছেন তিনি।

সব থেকে বেশি চার: ২০২২ আইপিএলে ছক্কার পাশাপাশি সব থেকে বেশি ৭৮টি চারও মেরেছেন বাটলার। পুরস্কার বাবদ ১০ লক্ষ টাকা পেয়েছেন তিনি।

মরশুমের সেরা পাওয়ার প্লেয়ার: পাওয়ার প্লে-কে সব থেকে ভাল ব্যবহার করেছেন বাটলার। পাওয়ার প্লে-তে সব থেকে বেশি রান করার জন্য পয়েন্টের নিরিখে সেরা পাওয়ার প্লেয়ার হয়েছেন। পেয়েছেন ১০ লক্ষ টাকা।

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: এবারের আইপিএলের সব থেকে কার্যকরী ক্রিকেটার হিসাবে উঠে এসেছেন বাটলার। সেই কারণে পুরস্কার বাবদ ১০ লক্ষ টাকা পেয়েছেন তিনি।

আরও পড়ুন:Yuzvendra Chahal: আইপিএলে বেগুনি টুপির মালিক হয়ে খুশি চ‍্যাহাল

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version