১) আইপিএল শেষ হতেই বিশেষ ঘোষণা বিসিসিআইয়ের। আইপিএলে দারুণ কাজের জন্য স্বীকৃতি পেতে চলেছেন ৬টি স্টেডিয়ামের কিউরেটর ও মাঠকর্মীরা। সোমবার তাঁদের জন্য বিরাট অঙ্কের পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

২) সোমবার আইপিএল ট্রফি নিয়ে হুড খোলা বাসে চেপে ঘুরে বেরালেন হার্দিক-ঋদ্ধিমানরা। মানুষ প্রিয় ক্রিকেটারদের স্বাগত জানাচ্ছেন। ইংরেজি ও গুজরাতি গানের সঙ্গে নাগাড়ে বেজেই যাচ্ছে ঢাক-ঢোল।
৩) গুজরাতকে শুভেচ্ছা জানায় কলকাতা নাইট রাইডার্স (KKR)। পাল্টা মিষ্টি খাওয়ানোর আবদার গুজরাতের। গুজরাতের পক্ষ থেকে বলা হয়, শুধু টুইট করলে চলবে না। মিষ্টি চাই!’

৪) আইপিএলে বেগুনি টুপির মালিক হয়ে খুশি যুজবেন্দ্র চ্যাহাল। এবারের আইপিএলে ১৭ ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন চ্যাহাল। মোট রান দিয়েছেন ৫২৭। ওভার প্রতি রান দিয়েছেন ৭.৭৫।

৫) আইপিএলের অভিষেকে অধিনায়ক হিসাবে সাফল্য হার্দিকের। ট্রফি জয়ের পর পান্ডিয়া, দলের সকল সদস্যদের প্রশংসা করেছেন। প্রশংসা করেন গুজরাতের সাপোর্ট স্টাফদেরও।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ
