Saturday, August 23, 2025

এসএসসি(SSC) নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ করে যে মামলা করা হয়েছিল , তার তদন্তে সিবিআই-এর হাতে এল নতুন তথ্য। এবার গ্রুপ সি(Group C) নিয়োগ মামলা নিয়ে মামলাকারীদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা  সিবিআই(CBI)।

এসএসসি তে নিয়োগ নিয়ে যে দুর্নীতির মামলা করা হয়েছে, এবার সেই মামলাকারীদের জিজ্ঞাসাবাদ করল সিবিআই। আর সেখান থেকেই চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে উঠে এসেছে বলে সূত্রের খবর।আবেদন না করেই  চাকরির সুপারিশপত্র পাওয়ার অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে।সিবিআইয়ের তরফে দাবি করে বলা হয়েছে, গ্রুপ সি-তে বেআইনি নিয়োগের সংখ্যা প্রায় ৪০০- এর কাছাকাছি। শুধু তাই নয়, এই চাকরিপ্রার্থীরা স্কুলে যোগ দিতে গিয়ে অনেকসময় পরিচালন সমিতির বাধার মুখে পড়েছেন। তখনও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টি  ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। প্রসঙ্গত, গ্রুপ সি এবং নবম-দশম শ্রেণিতে, নিয়োগ দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছিলেন তিন চাকরিপ্রার্থী। তাঁদের ডেকে পাঠায় সিবিআই, চলে জিজ্ঞাসাবাদ। সেখান থেকেই এই তথ্য পাওয়া গেছে বলে খবর।এছাড়াও স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) অফিসে তল্লাশি চালায় সিবিআই। ইতিমধ্যেই বেশ কিছু নথি, ফাইল ও ৮-১০টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার থেকে মামলাকারীদের নথি সংগ্রহের কাজ শুরু করেছেন অফিসারেরা।

সিবিআই সূত্রে খবর, সোমবার মামলাকারীদের সঙ্গে কথা বলেন দায়িত্বরত অফিসারেরা। ঠিক কীসের ভিত্তিতে তাঁরা মামলা করেছিলেন,  কী কী নথি রয়েছে, সব কিছু মামলাকারীদের কাছে জানতে চায় সিবিআই । নথি সংগ্রহের পাশাপাশিমামলাকারীদের বয়ান রেকর্ড করা হয় বলেই জানা গেছে ।



Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version