Wednesday, August 13, 2025

গার্হস্থ্য হিংসার গুরুতর অভিযোগ এলে দল থেকে বহিষ্কার: পার্টি কংগ্রেসে ২টি ধারা সংযোজন সিপিআইএমের

Date:

বিভিন্ন ভাবেই পার্টির গঠনতন্ত্রে পরিবর্তন করছে সিপিআইএম। এবার, গার্হস্থ্য হিংসা (Domestic Violence) গঠনতন্ত্রের নতুন ধারায় সংযোজিত হয়েছে। বলা হয়েছে, দলের কোনও পুরুষ সদস্য স্ত্রী বা মায়ের উপর শারীরিক বা মানসিক নির্যাতন করলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সিপিআইএম (CPIM)।

রাজ্যে ক্ষমতায় থাকাকালীন এলাকায় এলাকায় নাগরিক কমিটি চালু করেছিল CPIM। প্রায় স্থানীয়দের রান্নাঘরের ঝগড়ায় ঢুকে পড়ার অভিযোগ ওঠে নাগরিক কমিটিগুলির বিরুদ্ধে। কিন্তু ক্ষমতা চলে যাওয়া উধাও নাগরিক কমিটিও। এই পরিস্থিতিতে এবার পার্টি কংগ্রেসেই নতুন দু’টি ধারা সংযোজন করে পরিবারিক হিংসা মেটানোর চেষ্টা সিপিআইএমের। ধারায় স্পষ্ট বলা হয়েছে, পরিবারের সদস্যদের উপর হিংসাত্মক আচরণের অভিযোগ এলে পার্টি সদস্যকে বহিষ্কার পর্যন্ত করতে পারে সিপিআইএম। নতুন ধারার অন্তর্ভুক্তির বিষয়টি জেলা কমিটিগুলিকেও জানিয়ে দিচ্ছেন নেতৃত্ব।

গার্হস্থ্য হিংসা বা ওই ধরনের কোনও আচরণ যৌন হেনস্থা হিসাবে বিবেচিত হবে বলে নয়া ধারায় বলা হয়েছে। শুধু স্ত্রী বা মা নন, দিদি কিংবা বোনের উপরেও শারীরিক বা মানসিক নির্যাতনের অভিযোগ এলে পুরুষ পার্টি সদস্যকে কাঠগড়ায় তোলা হবে। আলিমুদ্দিন সূত্রে খবর, তদন্ত কমিশন অভিযোগ খতিয়ে দেখে সেই পার্টি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। গুরুতর অভিযোগ হলে সদস্যকে বহিষ্কারও করা হতে পারে।

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version