Thursday, August 21, 2025

কাটেনি কুসংস্কার! একুশ শতকেও সাপের কামড়ে মৃত বালিকার দেহ সৎকার না করে কলার ভেলায় চাপিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হল। ঘটনাটি ঘটনা দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের (Sundarban) সাগর ব্লকের মৃত্যুঞ্জয়নগরে পূর্বপল্লিতে। মঙ্গলবার, দুপুরে বাড়িতে বাবা-‌ মায়ের সঙ্গে ঘুমোচ্ছিল শ্রাবণী মালাকার। সেই সময় তাকে ছোবল দেয় বিষধর কেউটে। দশ বছরের শ্রাবণীকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় গ্রামের এক ওঝার কাছে। কিন্তু সে আরও অসুস্থ হয়ে পড়ে। পরে সাগর ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দেন।

কিন্তু শেষরক্ষা হয়নি। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়। কারণ, চিকিৎসকদের মতে সাপে কামড়ানোর পর দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হয়। এই সময়টা অত্যন্ত জরুরি। এরপর অন্ধ কুংস্কারের আরও নজির। মুড়িগঙ্গা নদীতে কলার ভেলায় শ্রাবণীর দেহ ভাসিয়ে দেন অভিভাবকরা। একুশ শতকে দাঁড়িয়ে এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে যায় এলাকায়। প্রচুর মানুষ ভিড় জমান নদীর চরে।

বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দেওয়া হয়েছে। সাপের কামড়ে মৃত্যুর পরে কোনওভাবে প্রাণ ফেরা সম্ভব নয় বলে জানিয়েছেন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধি স্কুল শিক্ষক সৌম্যকান্তি জানা। বুধবার, বিকেলে খবর পান সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল। খবর পাওয়ার পর সাগর থানার পুলিশ কলারভেলা থেকে বালিকার দেহটি উদ্ধার করে। দেহটিকে আপাতত সাগর ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিডিও সুদীপ্ত মণ্ডল জানিয়েছেন, আইন মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version