Thursday, August 21, 2025

ছেলেকে নিয়ে সকালেই কলকাতায় কেকে-র স্ত্রী, তুলে দেওয়া হল সঙ্গীতশিল্পীর দেহ

Date:

মঙ্গলবার রাতেই স্বামীর মৃত্যু সংবাদ পেয়েছেন। বুধবার সকাল ৯টার আগেই মুম্বই থেকে ছেলে নকুলকে নিয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছন কেকে-র স্ত্রী জ্যোতি। সেখানে রাজ্য সরকারের তরফে সমস্ত ব্যবস্থা করা হয়। এয়ারপোর্ট থেকেই সোজা তাঁরা গাড়িতে করে চলে যান একবালপুরের সিএমআরআই হাসপাতালে।সেখানেই মর্গে রাখা ছিল কেকে-র মরদেহ। ২১ বছরের জীবনসঙ্গীর মৃতদেহ চোখের সামনে দেখেই কান্নায় ভেঙে পড়েন কেকের স্ত্রী জ্যোতি। এরপর সেখান থেকে কেকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় SSKM-এ।


আরও পড়ুন:একনজরে দেখে নিন কে কে-র সঙ্গীতজীবন


ইতিমধ্যেই এসএসকেএমে কেকের ময়নাতদন্ত শেষ হয়ে গিয়েছে। গ্রিন করিডর করে তাঁর দেহ কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবে। তাঁর আগে রবীন্দ্রসদনে তাঁকে গ্যান স্যালুট দেওয়া হবে। বুধবার কলকাতা থেকে মুম্বই এ নিয়ে যাওয়া হবে সঙ্গীতশিল্পীর মৃতদেহ। সেখানে আজ কেকে-কে শেষ শ্রদ্ধা জানানো হবে। আগামিকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।


এদিকে কে কে-র মৃত্যুতে কলকাতার নিউমার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পুলিশ সেই মতো তদন্তও শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তদন্তের কাজ আরও সহজ হবে বলে মনে করছে পুলিশ।


উল্লেখ্য, কলকাতায় একটি কলেজ ফেস্টে গান গাইতে এসেছিলেন কে কে। নজরুল মঞ্চে অনুষ্ঠান হয়। তখন থেকেই তিনি শারীরিক অসুস্থতা বোধ করছিলেন। অনুষ্ঠান শেষ করে হোটেলে ফেরার পর অসুস্থতা বাড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মনে করা হচ্ছে, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল কে কে-র। তাতেই মৃত্যু হয়েছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version