Sunday, November 9, 2025

নতুন যাত্রা শুরু করছি: বিজ্ঞাপনী চমক! সৌরভের পোস্ট ঘিরে জল্পনা

Date:

বিসিসিআই(BCCI) পদ থেকে ইস্তফা দিতে চলেছেন জাতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)? মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সেই জল্পনাই উস্কে দিলেন ক্রিকেটের মহারাজ। পাশাপাশি জানালেন দীর্ঘ ৩০ বছর ক্রিকেট জীবনকে বিদায় জানিয়ে মানুষের জন্য কিছু করতে চান তিনি। সৌরভের এহেন টুইটের পরই জল্পনা বাড়তে শুরু করেছে তবে কি এবার বিসিসিআই পদ থেকে ইস্তফা দিয়ে পুরোপুরি রাজনীতির ময়দানে নামতে চলেছেন ‘দাদা’। যদিও সুত্রের খবর, এই গোটা বিষয়টিই একটি বিজ্ঞাপনী চমক।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সৌরভ। যেখানে তিনি লেখেন, “সেই ১৯৯২ সাল থেকে আজ ২০২২ আমার ক্রিকেট সফর ৩০ বছর পার করল। ক্রিকেট আমায় অনেক কিছু দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেট আমায় মানুষের সমর্থন ও ভালোবাসা দিয়েছে। আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা এই সফরে আমার সঙ্গি ছিলেন, সমর্থন করেছেন, এবং যাদের সাহায্যে আমি আজ এই জায়গায় পৌঁছেছি। এখন আমি এমন কিছু শুরু করার পরিকল্পনা করছি যা মানুষের উপকারে আসে। আমার এই নতুন যাত্রায় আপনাদের সকলের সমর্থন আমি আশা করি।” সৌরভের এই টুইটের পর স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে এবার হয়ত তিনি বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। পাশাপাশি জল্পনা বাড়তে থাকে, রাজ্যসভাতে প্রার্থী হতে পারেন তিনি। তবে সুত্রের খবর, সৌরভের বিসিসিআই সভাপতি পদ থেকে ইস্তফা সংক্রান্ত কোনও খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর এই গোটা বিসয়টিই একটি বিজ্ঞাপনী চমক। বিসিসিআইয়ের সহসভাপতি জয় সাহা একটি টুইট করে জানান, সৌরভ বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে ইস্তফা দেননি।




Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version