Saturday, May 3, 2025

প্রকাশ্যে এল কেকে-এর পূর্ণাঙ্গ ময়নাতদন্তের রিপোর্ট

Date:

Share post:

প্রকাশ্যে এল কলকাতার হাসপাতালে করা সঙ্গীতশিল্পী কেকে-এর (KK)পূর্ণাঙ্গ ময়নাতদন্তের (full autopsy report) রিপোর্ট। শেষপর্যন্ত দুদিন পর সামনে এল কেকের পূর্ণাঙ্গ ময়নাতদন্তের রিপোর্ট’। যেখানে উল্লেখ রয়েছে হার্টের সমস্যার মতো একাধিক চাঞ্চল্যকর তথ্য।


প্রাথমিক ভাবে চিকিৎসকরা জানিয়েছিলেন হৃদরোগে (heart attack) আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে সঙ্গীতশিল্পীর। কিন্তু এসএসকেএম হাসপাতালে ( sskm hospital) গত বুধবার তিনজন চিকিৎসক ময়নাতদন্ত করেছেন সঙ্গীত শিল্পী কেকে-র। পূর্ণাঙ্গ ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে যে শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালন করতে পারেনি হৃদযন্ত্র।এর ফলে, ফুসফুস প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছে দিতে পারেনি শরীরের প্রতিটি জায়গায়। ‘মায়ো কার্ডিয়াল ইন্টারপশন’এর কথা প্রথমেই জানিয়েছিলেন চিকিৎসকরা, আর সেই আশঙ্কাই সত্যি হয়েছে। কিন্তু কেন হার্টের রক্ত পাম্প করল না ? চিকিৎসকরা জানিয়েছেন, হার্ট আর্টারির গায়ে জমে ছিল হলদে ও সাদা রঙের মেদ। আর সেই জন্য হার্ট ব্লকেজ হয়েছিল গায়কের। একধিক জায়গায় মিলেছে এই ব্লকগুলি। আর এর ফলেই হৃদরোগে আক্রান্ত হন তিনি।তবে কেকে-র মৃত্যুর পর নজরুল মঞ্চ (Nazrul Mancha) ও অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে যাঁরা ছিলেন তাঁদের গাফিলতির অভিযোগে এখনও তোলপাড় হচ্ছে স্যোশাল মিডিয়ায়।

জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে-র(KK) শেষ পরিনতি কেউই এখনও ঠিকমত মেনে নিতে পারছেন না। মুম্বইতে গায়কের শেষকৃত্য সম্পন্ন হয়ে গিয়েছে পরিবারের উপস্থিতিতে। আচমকাই চিরকালের জন্য সুরলোকে চলে গিয়েছেন এই প্রজন্মের অন্যতম প্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ।অনুষ্ঠান চলাকালীনই কিছুটা অসুস্থ বোধ করছিলেন কেকে। একসময় বন্ধ করতে বলেন স্পট লাইট, এমনকি ২০ মিনিট বন্ধও রেখেছিলেন গান। ঘাম মুছছিলেন ও জল খাচ্ছিলেন বারবার। হোটেলের লবি দিয়ে হেঁটে লিফটে উঠেই মাথা রেখে দেন লিফটের হাতলে। রুমে ঢুকে সোফায় বসতে গিয়েই পড়ে যান। এরপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



spot_img

Related articles

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...