Thursday, August 21, 2025

উত্তর-পূর্বের ৫ রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা, তবে দিল্লিতে বর্ষণ অধরাই

Date:

প্রচণ্ড দাবদাহে চলছে দিল্লিতে। বৃষ্টির দেখা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন গরমে নাজেহাল হতে হবে দিল্লিকে। তবে উত্তর-পূর্বের পাঁচ রাজ্যের প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিহার-ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ সহ আরও কয়েকটি রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা বেড়েছে ।  ফলে আগামী ৫ দিনে আসাম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে ৭ ও ৮ জুন।

একই সময়ে, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৫ দিনে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। যেখানে ৫ থেকে ৯ জুনের মধ্যে রাজস্থান, জম্মু বিভাগ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তর মধ্যপ্রদেশ, দক্ষিণ পাঞ্জাব এবং দক্ষিণ হরিয়ানা-দিল্লির বিভিন্ন এলাকায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতরের মতে, ৭ জুন পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, কর্ণাটক, মেঘালয়ে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার দিল্লিতে ‘লু’ চলার কারণে গরমের প্রকোপ আরও বেড়েছে এবং আপাতত তা থেকে মুক্তির কোনও সম্ভাবনা নেই। ৪৭.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ জাতীয় রাজধানীতে মঙ্গেশপুর ছিল সবচেয়ে উষ্ণতম স্থান। দিল্লির বেস স্টেশন সাফদারজং অবজারভেটরি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪৩.৯ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবারে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার ৪২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস রবিবার দিল্লির বিভিন্ন জায়গায় ‘লু’-এর ‘হলুদ সতর্কতা’ জারি করেছে। আবহাওয়া দফতর (আইএমডি) আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে প্রধানত পরিষ্কার আকাশের পূর্বাভাস দিয়েছে, তাই তাপমাত্রা আরও বাড়তে পারে।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version