Sunday, November 9, 2025

১২ ঘণ্টা পরও চট্টোগ্রামের কন্টেনার ডিপোতে জ্বলছে আগুন, মৃত ১৯, আহত শতাধিক

Date:

বাংলাদেশের কন্টেনার ডিপোতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে চট্টগ্রাম সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপো।  ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত শতাধিক। আহতদের মধ্যে ডিপোর কর্মী ছাড়াও রয়েছেন পুলিশ এবং দমকলের কর্মীরাও। আহতরা সকলেই হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।


আরও পড়ুন:আজ বিশ্ব পরিবেশ দিবস, এর গুরুত্ব কী জানেন?


শনিবার রাত ১১টায় চট্টগ্রাম সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে আগুন লাগে৷ জানা গিয়েছে, ওই ডিপোতে হাইড্রোজেন পারক্সাইড নামে বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক ছিল৷ ফলে একের পর এক বিস্ফোরণে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়াতে থাকে। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও পুলিশ। কিন্তু আগুনে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হওয়ায় তাঁরাও অসুস্থ হয়ে পড়েন।


স্থানীয়দের বাসিন্দারা জানিয়েছেন, গতকাল রাত ১১টার সময় কন্টেনারে আগুন লাগে৷ তারপর একের পর এক বিস্ফোরণে এলাকা কাঁপতে থাকে৷ বিস্ফোরণের তীব্রতা ছিল এতটাই যে আশেপাশের জানলার কাচ ভেঙে যায়৷ চার কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণ টের পাওয়া গিয়েছে৷তবে ঘটনার ১১ ঘণ্টা কেটে গেলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।


দুর্ঘটনার সময় কয়েকশো শ্রমিক সেখানে কাজ করছিলেন৷ ফলে শতাধিক শ্রমিক অগ্নিদগ্ধ হন৷ এত বিপুল সংখ্যক অগ্নিদগ্ধদের চিকিৎসায় রবিবার চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করেছে হাসিনা সরকার৷ বেসরকারি হাসপাতালের চিকিৎসকদেরও আহতদের চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে৷ ইতিমধ্যে সব হাসপাতালে আহতদের ভিড় উপচে পড়েছে৷

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version