Saturday, November 22, 2025

Hapur factory fire: এখনও জ্বলছে হাপুরের কারখানার আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১৩

Date:

যোগী রাজ্যে ( uttarpradesh) কারখানায় ভয়াবহ বিস্ফোরণের আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের হিমশিম অবস্থা।শনিবার বিকেলের আগুন রবিবার দুপুরেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।এখনও ধিকিধিকি আগুন জ্বলছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। আশঙ্কাজনক অবস্থা আরও ২০ জনের। চোট আঘাত পেয়েছেন আরও প্রায় ২০০ জন। এখনও উদ্ধারকাজ চলছে। উত্তরপ্রদেশের হাপুরের ওই কারখানার ভেতরে অনেকেই আটকে পড়েছেন বলে মনে করা হচ্ছে।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (yogi adittyonath)।তিনি টুইট করে লেখেন, “জেলাপ্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছয়। এই ঘটনায় আহতদের পরিবারকে সমস্তরকমের সাহায্য করা হবে।”

প্রসঙ্গত, শনিবার হাপুরের ঢোলানায় একটি কারখানায় আচমকাই বিস্ফোরণ ঘটে। এই কারখানাটি নয়াদিল্লি থেকে ৬০ কিলোমিটার দূরে। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী।এরপরেই শুধু হয় উদ্ধারকাজ।

এই ঘটনায় হাপুরের IG প্রবীণ কুমার (prabin kumar) বলেন, “এই ঘটনার নেপথ্যে যাদের হাত রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। কাউকে রেয়াত করা হবে না।” কিন্তু এই ঘটনা কীভাবে ঘটল? কেনই বা এই বিস্ফোরণ? সেই বিষয়ে বিস্তারিত তদন্ত করছে পুলিশ।কারখানা কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কিনা, কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক ছিল কিনা এই ধরণের যাবতীয় বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

শিল্পতালুকে দূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ রাজ্য সরকারের, বসছে বিশেষ মনিটরিং ইউনিট

রাজ্যের শিল্পতালুকগুলিতে (Industrial Area) দূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিতে চলেছে । রাজ্য শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে শিল্পপার্কগুলিতে প্রথমবার...

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা: মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা

গত প্রায় এক সপ্তাহ ধরে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের মেঘ জমেছে। যার জেরে ইতিমধ্যেই বাংলায় ঢুকে পড়েছে প্রচুর পরিমাণ...

হেডের বিধ্বংসী ব্যাটিংয়ে ধূলিসাৎ ব্রিটিশদের বাজবল, ইডেনকেও ছাপিয়ে গেল পারথ

কয়েকদিন আগেই ইডেনে আড়াই দিনে টেস্ট ম্যাচের ফয়সালা হওয়া নিয়ে অনেক কথা হয়েছিল। কিন্তু ডনের দেশে টেস্ট শেষ...

বিশেষ দলকে সুবিধা দিতে নাম বাদের ষড়যন্ত্র! মৃত্যুর দায় এড়াতে পারে না কমিশন: নালিশ তৃণমূলের

SIR প্রক্রিয়ার চাপে মানুষের মৃত্যুর অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) দৃষ্টি আকর্ষণ করল  তৃণমূল (TMC)। শনিবার, রাজ্যের...
Exit mobile version